পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধৰ্ম্মের নবজাগরণ ভিক্ষা করিয়াছেন। কত অত্যাচার তাহাদের উপর দিয়া গিয়াছে—এমন কি, তাহারা পুলিস দ্বারা অনুস্থত হইয়। কারাগারে নিক্ষিপ্ত হইয়াছেন, অবশেষে যখন গভর্ণমেণ্ট তাহাদের নির্দোষিতার বিষয়ে বিশেষরূপ প্রমাণ পাইয়াছেন, তখন র্তাহার। মুক্তি লাভ করিয়াছেন। এক্ষণে র্তাহার। বিংশতি জন মাত্র । কালই যেন এই সংখ্যা দ্বিসহস্রে পরিণত হয়। হে বঙ্গীয় যুবকবৃন্দ, তোমাদের দেশের জন্য ইহা প্রয়োজন, সমুদয় জগতের জন্য ইহা প্রয়োজন । তোমাদের আভ্যন্তরীণ ব্ৰহ্মশক্তি জাগরিত কর ; উহা তোমাদিগকে ক্ষুধাতৃষ্ণ শীত উষ্ণ সমুদয় সহ করিতে সমর্থ করবে। বিলাসপূর্ণ গৃহে বসিয়া, সর্বপ্রকার সুখসম্ভোগে পরিবেষ্টিত থাকিয়া একটু সখের ধৰ্ম্ম করা অন্যান্যদেশের পক্ষে শোভা পাইতে পারে, কিন্তু ভারতের অস্থিমজ্জায় ইহ হইতে উচ্চতর ভাব জড়িত। সে সহজেই প্রতারণা ধরিয়া ফেলে। তোমাদিগকে ত্যাগ করিতে হইবে । মহৎ হও। স্বাৰ্থত্যাগ ব্যতীত কোন মহৎ কাৰ্য্যই সাধিত হইতে পারে না । পুরুষ স্বয়ং জগৎস্যষ্টি করিবার জন্য আপনার স্বাৰ্থত্যাগ করিলেন, আপনাকে বলি দিলেন । তোমরা সৰ্ব্বপ্রকার আরাম, মুখস্বচ্ছন্দ, নাম যশ অথবা পদ, এমন কি, জীবন পর্য্যন্ত বিসর্জন দিয়া 88