পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধৰ্ম্মের নবজাগরণ এই ভয়ে জড়সড়, ডয়সেন তদ্রুপ কখনও অপরের মতামতের অপেক্ষ রাখেন নাই। বাস্তবিক এই জগতে এমন সাহসী লোকের আবশ্যক হইয়াছে, যাহারা সাহসের সহিত প্রকৃত সত্যসম্বন্ধে তাহাদের মতামত প্রকাশ করিতে পারেন । ইউরোপসম্বন্ধে একথা আবার বিশেষুভাবে সত্য—তথাকার পণ্ডিতবর্গ এমন সকল বিভিন্ন ধৰ্ম্মমত ও আচার ব্যবহারের কোনরূপে সমর্থন ও তাহাদের দোৰীভাগ চাপা দিবার চেষ্টা করিতেছেন, যেগুলিতে সম্ভবতঃ র্তাহাদের অনেকে যথার্থভাবে বিশ্বাসী নহেন। সুতরাং ম্যাক্সমুলার ও ডয়সেনের এইরূপ সাহসের সহিত খোলাখুলিভাবে সত্যের সমর্থনের জন্য বাস্তবিক তাহারা বিশেষরূপ প্রশংসার ভাগী । প্রার্থনা করি, তাহারা আমাদের শাস্ত্রসমূহের গুণভাগ প্রদর্শনে যেরূপ সাহসের পরিচয় দিয়াছেন, তক্রপ সাহসের সহিত উহার দোষভাগ—পরবর্তিকালে ভারতীয় চিন্তা প্রণালীতে ষে সকল গলদ প্রবেশ করিয়াছে, বিশেষতঃ আমাদের সামাজিক প্রয়োজনে উহাদের প্রয়োগ সম্বন্ধে যে সকল ক্রট হইয়াছে—তাহাও সাহসের সহিত প্রদর্শন করুন। বর্তমানকালে আমাদের এইরূপ খাটী বন্ধুর সাহায্য বিশেষ প্রয়োজন হইয়া পড়িয়াছে,— যাহারা ভারতে যে রোগ দিন দিন বিশেষ প্রবল হইয়া し”8 -