পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশা পরিত্যাগ করিব না। কয়েকদিন হইল রেণুকার মৃত্যু হইয়াছে। এখানে আসিয়া অবধি তাহাকে লইয়া একান্ত উদ্বেগে ছিলাম সেইজন্যই পত্র লিখিতে পারি নাই— মনে করিয়াছিলাম দেখ। হইবে তাহাতেও নিরাশ হইয়াছি । ইতি ২রা আশ্বিন ১৩১১ [ ۰ لاملا ] শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ১৪ ডিসেম্বর ১৯ - ৩ હૈં শিলাইদহ বিনয় নমস্কার সম্ভাষণমেতৎ অামি নিরুদেশ হইয়া বাহির হইয়া পড়িয়াছিলাম ভাবিয়াছিলাম ডাকঘরের সঙ্গে কোনো সম্পর্কই রাখিব ন+– কিন্তু ঠিকটি ঘটিয়া উঠিল না— পোষ্ট অফিসের হস্তে আত্মসমপণ করিতে হইয়াছে । তাই ইতিমধ্যে আপনার চিঠি পাইলাম । সাতই পৌষের উৎসবে আপনি নিশ্চয়ই শান্তিনিকেতনে যাইবেন নতুবা আপনাকে ক্ষমা করিব না। অনেকদিন আপনার সহিত সাক্ষাৎ হয় নাই । আপনার প্রবন্ধে আপনি বড় বেশি ঝগড়া করিয়াছেন— দেখা হইলে এ সম্বন্ধে আপনার সহিত কথাবাৰ্ত্ত হইবে } 》