পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুতাপের পালা অবিলম্বেই স্বরু হইবে। তা ছাড়া ত্রিপুরায় যে কাজের জন্ত বিজ্ঞাপন দেওয়া হইয়াছে সে কাজ তেমন নির্ভরযোগ্য নহে । আপনি সুযোগমত একবার বোলপুরে আসিতে পারিলে অনেক বিষয়ে মোকাবিলায় আলোচনা হইতে পারিত । এই সপ্তাহের মধ্যে যদি আসেন ত আমার সহিত দেখা হইতে পারে । এখানে জাপান হইতে এক জুজুৎসু-শিক্ষক আসিয়াছেন— র্তাহার কাগুকারখানা দেখিবার যোগ্য । ইতি সোমবার । [ ২৫ অগ্রহায়ণ ১৩১২ ? ] ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর تا ۰ هة لا gifffa به শিলাইদহ কুমারখালি & সবিনয় নমস্কার স্থবোধের বৃহস্পতিবারের পত্র আজি পাইলাম । এতদিনে সে নিশ্চয়ই দিল্লী চলিয়া গেছে । আপনি ইতিমধ্যে দয়। করিয়া মীরাকে পড়াইবার ভার লইবেন । কেবল একঘণ্টা ইংরেজি পড়াইলেই চলিবে । রথীরা মার্চমাসে অ্যামেরিকায় রওনা হইবে । অতএব আপনি শীঘ্রই নিষ্কৃতি পাইতে পারিবেন । শরতের চিঠিখানা هو منه هم * . . . . . . . * 8 •& s .. * F s * * : “ex. ** . . .ن : : Ալ, ர் : } 冷 }é:& f .*.