পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি গোল ঠেকে যখন দেখা হবে সমস্ত বোঝাপড়া করে নেওয়া যাবে । ইতি ১৩ই বৈশাখ ১৩১৬ ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর ( २s यूजfश् *••• ] ઉં শিলাইদা নদিয়া প্রিয়বরেষু আমি এখন পদ্মায়। শরীর মন কিছু ক্লাস্ত হওয়াতে কাজের ছল করে পদ্মাচরের নির্জনতার মধ্যে আশ্রয় নিয়েছিলুম —এমন সময়ে অজিত জ্বর সারাবার উপলক্ষ্যে এখানে এসে জমেছেন— তার পরে কাল ভোরে ডাক্তার জগদীশ বোস হঠাৎ এসে উপস্থিত হয়েছেন– ওদিকে প্রবল বেগে পূবেবাতাস বইচে— পদ্মা এ কুল থেকে ও কুল পৰ্য্যস্ত তরঙ্গিত— মাঝে মাঝে বৃষ্টি বয়ে যাচে ; পদ্মা যে শীঘ্র জল-স্থল-বাতাসের সঙ্গে সন্ধি করে নেবে এমন ভাব দেখা যাচ্চে না। নৌকার উপর ঢেউয়ের আঘাত চলচে বলে চিঠি লেখা শক্ত হয়ে উঠেছে । b>>