পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুঃ আবগুক হইলে আমাদের নায়েৰ বামাচরণ আপনাকে নানাবিষয়ে সুবিধা করিয়া দিতে পারেন। ঐী ১ণ্ড విa CT &a e లి \ઉં Thomson House Almora সবিনয় নমস্কার পূর্বক নিবেদন— রেণুকাকে লইয়া আলমোড়ায় আসিয়া পৌছিয়াছি। পথের কষ্ট যথেষ্ট ভোগ করিতে হইয়াছে। পথে এত বিভ্রাট আছে তাহ পূৰ্ব্বে কল্পনা করিলে যাত্রা করিতে সাহসই করিতাম না। কিন্তু তবু আসিয়া ভালই করিয়াছি। এত ক্লেশেও রেণুকার বিশেষ অনিষ্ট হয় নাই এবং আশা করিতেছি কিছুদিন বিশ্রাম করিতে পারিলেই সে এখানকার স্বাস্থ্যকর জলবায়ুর পুর উপকার লাভ করিতে আরম্ভ করিবে । স্থানটি রমণীয় সন্দেহ নাই— বাড়িও বেশ ভাল পাওয়া গেছে— বাতাসটি বেশ সুখপ্রদ বলিয়া মনে হয়— নীচেকার অসহ গরম হইতে এখানে আসিয়া হাফ ছাড়িয়াছি। শীত এখনো তেমন কড়ারকম বোধ হইতেছে না, গরম কাপড় মত হাড়ের মধ্যে র্কাপুনি ধরাইয়া দেয় না। কাল পরশু বৃষ্টি g