পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার এই অনুপস্থিতিকালে হঠাৎ চলিয়া গিয়া বিদ্যালয়ের বড়ই অনিষ্ট করিয়াছেন। নূতন শিক্ষক যাহারা আসিবেন তাহাদিগকে বিদ্যালয়ের রীতিপদ্ধতির সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত করাইয়া দিবার প্রায় কেহই নাই । আশা করি আপনার পরিজনবর্গ সকলেই ভাল আছেন । আপনার সেই অজীণের ভাব এখন কমিয়াছে ? ইতি ১০ই জ্যৈষ্ঠ ১৩১০ ভবদীয় স্ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর S)* { २ खून >>०० ] S Thomson House Almora সবিনয় নমস্কার সম্ভাষণ আপনি আমাকে অত্যন্ত ভুল বুঝিয়াছেন । কুঞ্জবাবুর প্রতি আপনার চিত্ত যেরূপ একান্ত বিমুখ হইয়াছে তাহাতে তাহার সংক্রাস্ত কোন আলোচনা আপনার কাছে করা আমি অকৰ্ত্তব্য জ্ঞান করি । তিনি আপনার প্রতি অন্যায় করিয়াছেন একথা বলিয়া অগ্নিতে আহুতি দেওয়াও উচিত নহে, করেন নাই বলিয়াও আপনাকে অকারণ পীড়ন করা অনাবশুক । এইজন্ত কুঞ্জবাৰু সম্বন্ধে আমি চুপ করিয়া গিয়াছিলাম । রথীর প্রতি আপনার যে স্নেহের সম্বন্ধ দাড়াইয়াছে আশা ՀԵ