পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থাকেন তবে আমাকে জাeাইবেন আমি চেষ্টা দেখিতে পারি । আশা করি আপনি ভাল আছেন । ইতি ১৪ই চৈত্র ১৩৭৯ ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর > 8 ৰভুৰাজার ه ه ه داiferی ۹ دها કં [ কলিকাত ] সবিনয় নমস্কার আমি ঘুরপাক খাইয়া বেড়াইতেছি। রেণুকাকে আলমোড়ায় লইয়া যাইবার বন্দোবস্ত করিতে কলিকাতায় আসিয়াছি । আবার শীঘ্ৰ যাইতে হইবে, আমার শরীর ভালো নহে । এই সকল কারণে, চিঠির জবাব দিতে পারি নাই । কতদিনে স্বস্থির হইয়া বসিব কে জানে। আপনি কুষ্টিয়া গেছেন শুনিয়া খুসি হইলাম— জায়গাটি ভাল— মাছ ছন্ধের অভাব নাই— আমাদের সঙ্গে কুষ্টিয়ার নানা সম্বন্ধ । আমাদের ম্যানেজারের সহিত আলাপ করিবেন তিনি আবশুকমত আপনাকে সাহায্য করিতে পারিবেন । [ ৪ বৈশাখ ১৩১০ ] ঐরবীন্দ্রনাথ ঠাকুর ॐ ॐ