পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । ○●ぬ বরুণ। এ বাড়ীটা বৰ্দ্ধমানের মহারাজের। লোকের মনে বিশ্বাস আছে এই বাড়ীতে ভূতে বাস করে। কোন ব্যক্তি ইহাতে বাস করিলে ভূতের হাতে প্রাণ হারায় (১ ) । - পিতামহ হাস্য করিয়া কহিলেন “ রজনী অাগ তপ্রায় আমরা আর কোথায় বাসার অনুসন্ধানে ফিরিব ; চল এই রাজবাটীতেই আশ্রয় লই । এই কথায় সকলে সন্মত হইলে দেবতার সে রাত্রি সেই ভূতের বাড়ীতেই অবস্থিতি করিলেন । প্রাতে উঠিয়া সকলে গঙ্গাস্নানে চলিলেন । গঙ্গাতীরে উপস্থিত হইয়। দেখেন একটী সুন্দর অট্টালিকা বিরাজ করিতেছে। ইন্দ্র চাহিয়া চাহিয়া দেখিয় কহিলেন “ বরুণ ! এ বাড়ীটী ক{হার ? ” বরুণ । জঞ্জেল নামক এক জন নীলকর সাহেবের বাড়ী ৷ জঞ্জেল ভাগলপুরের মধ্যে একজন বিখ্যাত জমাদার । ব্ৰহ্মা এই সময় জলে নামিয়া স্নান করিবার উদ্যোগ করিতেছিলেন, তাড়াতাড়ি তীরে উঠিয়া দ্রুত পদে পালাইতে লাগিলেন । দেবগণ পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া গিয়া কছিলেন “ পিতামহ! পলাচ্চেন কেন ? ” ব্ৰহ্ম । আমি ভাই নীলকর সাহেবদের বড় ভয় করি । জানি কি একে নীলকর তাছাতে আবার জমীদার পরে নিয়ে গিয়ে যদি নীল বুনিয়ে নেয় । বরুণ । ন ন ইনি অতি সং ও ভদ্র লোক । মাহ হউক, সখন আপনার ভয় হইয়াছে চলুন অন্য ঘাটে স্নান করিয়া আসি । দেবগণ স্নান করিয়া আসিবার সময় দেখেন বৃহৎ বৃহৎ আকারের গোরু সকলকে লইয়া রাখালেরা চরাইতে যাইতেছে । আমাদের অহিফেনপ্রিয় পিতামহ সেই সমস্ত হৃষ্ট পুষ্ট পৰ্ব্বতাকার গাভিসকলকে দেখিয়া এক দৃঃে চাহিতে লাগিলেন । বরুণ তদৃষ্টি হাস্য করিয়। কহিলেন “ ঠাকুর দ। কি দেখচেন ?” g ব্ৰহ্মা। এমন সুন্দর গোর ত কোথাও দেখি নাই। ভাল এর হ্রদ দেয় কত করে ? বরুণ | প্রায় ৮ { ১০ সের । ( ১ ) গত বৎসর বর্ধমানের মহারাজ প্রতাপচন্দ্র বাহাদুর এই বাড়ীতে জাসিয়া প্রাণত্যাগ করার লোকের মনে ঐ কুসংস্কার আরও বদ্ধমূল হইয়াছে। ( ૧૧ \