পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৬ কল্পঙ্কম কোন কোন পণ্ডিত স্বীকার করিয়া গিয়াছেন। বেদাস্তাচাৰ্য্য কহেন যে, মাঘশৌরো ময়ুরোমুররিপুরপরোভারবিঃ সারনিদাঃ । - শ্ৰীহৰ্ষ কালিদাসঃ কবিরথ ভবভূত্যাদয়ে ভেঙ্গেরাজঃ । আবার ভোজপ্রবন্ধে দৃষ্ট হয়— । - ততঃ কদাচিৎ সিংহাসনমলঙকুৰ্ব্বাণে প্রভোজে কালিদাস-ভবভূতি-দণ্ডি-বাণ ময়ূর-বররুচিপ্রভৃতি কবি-তিলককুলালক্কতায়াং সভায়াং দ্বারপাল ইত্যাহ। এতদ্বারা স্পষ্ট সপ্রমাণ হইতেছে যে, এই সকল কবি এক সময়ে বর্তমান ছিলেন। ভোজপ্রবন্ধে এক কালে অনেকগুলি কবির নাম থাকায়, বিশেষতঃ উহাতে কবি মল্লিনাথের নামোল্লেখ করায়, অনেকেই উক্ত পুস্তকের প্রতি অনাস্থা প্রদর্শন করেন। উহার ঐতিহাসিক বৃত্তান্ত কতদূর সত্য ও সমূলক তাহা এখন নিশ্চিত করা সুকঠিন, কিন্তু উহার ইতিহাস এককালে উপেক্ষগীয়ও নহে। কবি মল্লিনাথ ও বিখ্যাত টীকাকার মল্লিনাথ দুই স্বতন্ত্র ব্যক্তি। ভোজপ্রবন্ধ পুস্তক মহারাজ বল্লাল সেনের রচিত। কেহ কেহ বলেন যে বল্লাল মিশ্র নাম জনৈক ব্রাহ্মণ ঐ পুস্তক রচনা করেন। কিন্তু আমরা বিশেষ অনুসন্ধান করিয়া দেখিলাম, সে কথা প্রামাণিক নয়। (২) বল্লাল সেন ১.৯১ শকে জীবিত ছিলেন। অতএব ঐ সময়ের কিছু পূৰ্ব্বেই হউক বা পরেই হউক, তিনি ভোজ প্রবন্ধ সংকলন করেন। অতএব সাত শত বৎসরের অধিক হইল বল্লালসেন জীবিত ছিলেন। প্রসিদ্ধ টীকাকার মল্লিনাথ র্তাহার পরবর্তী লোক। কারণ, প্রায় পাঁচ শত বৎসর অতীত হইল, ভট্রোজিদীক্ষিত সিদ্ধান্তকৌমুদী সংকলন করিয়া গিয়াছেন। লঘু শব্দেদুশেখর প্রণেতা শিবভট্ট পুত্র নাগেশ ভট্ট শৃঙ্গবের-পুরাধিপতি রামসিংহের একজন সভাসদ ছিলেন –ঃ শিবভট্টস্বতোধীমানসতীদেব্যান্ত গর্ভজঃ । যাচ কানাং কল্পতরোররিকক্ষস্থতাশনাৎ ॥ নিপিল-নৃপচক্ৰ-তিলক জীবল্লালসেন দেবেন। পূর্ণে শশিনবদশমিতে শকাব্দে দানসাগরে রচিতঃ ॥ - ঐযুক্ত লালমোহন বিদ্যানিধি প্রণীত সম্বন্ধনির্ণয়ে এবং শ্ৰীযুক্ত রজনীকান্ত গুপ্ত প্রণীত DDBBBBBBS BBBB AA BBB BBB DDDDDS DDBB BB BDD DBBB য়াছে। এখানে—” শশিনবৃদশমিতে "-এই সমস্ত পদেই সমাস হইয়াছে, অতএব কেবল "পপিনৰ “ অংশটুকু লইয়া ১৯ সংখ্যা গৃহীত হয় না। অবশ্য বামা গতি ( * দশ ৯ নৰ ১ শশী) এইরূপ অঙ্কপাত হইলে । ( শশিনলদশমিতে শকদে পূর্ণে)