পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠীর্ঘাটায় জামাই निशि । 8 ఫిసి বাজার হইতে খরিদ করিয়া আনিয়াছে দেখিয়া অত্যন্ত আহ্নাদিত হইলেন এবং যথা সময়ে সেই কাচা বাশে তীর ধেমুক তৈয়ের করাইয়া, ঘট কক্ষে ভাগীরথীতে স্নান করিতে চলিলেন । - এদিকে জহরিলালকে বাটীর মধ্যে ডাকাইয়া অনিয়া ঠাকুরঝি মালতী দেবী এবং আরো দুই একটা প্রতিবেশিনী স্ত্রীলোক তৈল হরিদ্র মাখিবার জন্য উপরোধ করিতে লাগিলেন। জহরলাল একে ইংরাজিতে মুশিক্ষিত, তাহাতে আবার ব্রাহ্ম, অতএব চটিয়া আগুন হলেন । মালতী কহিলেন “ ভাই, রাগ কর কেন ? শুদ্ধ তোমার কপালে একটু ছুইয়ে দিচ্চি। যে সৰ্ব্বাঙ্গে চুল রেখেছ, হাত দিয়ে হলুদ মাথাবার ত স্থান নাই। অন্য সময় এলে আমরা এ বিষয়ের জন্য উপরোধ করতাম না, আজ বড় আহ্নাদের দিন সেই জন্যই উপরোধ করচি। তোমার পড়া শুনা আর কতকালে শেষ হবে ? এক রমণী কহিল “ তোমাকে ভাই কে বলেছে ”i স্ত্রীর সহিত সাক্ষাৎ হইলে আর পড়া শোনা হয় না । কত লোককে যে পুত্র, কন্যা, ঝি, জামাই নিয়ে ঘর কন্ন করতে করতে পড়া শোনা করতে দেখা যায়, আজ আবার তোমার মুখে নুতন কথা শোনা যাচ্চে কেন ? ভগ্নী কিরণময়ীর বয়স ১৮। ১৯ বৎসর হইল। ২ । ৩ ছেলের মা হবার বয়স হয়েছে ; কিন্তু তোমার দোষে হবার যে নাই । জহরি । ঈশ্বর যদি দিতেন অবশ্য হতেন, আমার হাত কি ? মালতী। তোমার অনুপস্থিতে ঈশ্বর কি পুত্র দিয়ে যাবেন ? জহরি । সেই দয়াময়ের অসাধ্য কি আছে ? তাহার অকৃত্রিম প্রেমের উপমা হয় না। মালতী ঠাকুরঝি, তুমি যদি ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ কর, ঈশ্বর যে কি জানিতে পারিবে । তোমার সমস্ত যন্ত্রণ দূরে যাইবে ; আবার বিধবা হতে সধবা হইয়া সস্তানের মা হয়ে সমস্ত যন্ত্রণার হাত এড়াবে । প্রতিবেশী। মালতী বিধবা, সন্তানের মা হবে কিরূপে ? জহরি। করুণাময়ের করুণায়। আমি আবার উহার ব্রাহ্মমতে বিধবা বিবাহ দিব । মালতী ভগ্নীপতির সহিত দুটা সদালাপ করিবেন ভাবিয়া আসিয়াছিলেন ; কিন্তু শিক্ষিত বোনায়ের কথায় মৰ্ম্মান্তিক লজ্জা পাইলেন। তিনি উঠিলেন, যাইবার সময় কাণ দুইটী দিব্য করিয়া মলিয়া দিয়া চলিয়া গেলেন। কিরণময়ীর নিজপতির সহিত কথন দেখা সাক্ষাৎ না হওয়াস