পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন లిసి `రి কাশী। এ কথায় আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না, জানি কি যদি তোমার, আরও ২। ১ টা সম্বন্ধী থাকেন। এইতো স্থপরিশের জোরে তোমার এ সম্বন্ধটার আগমন মাত্রেই চাকরী হলো। বিশেষ দুঃখিত হইলাম আরও কৰ্ম্ম দেওয়া ও বেতন বৃদ্ধির সময়ে তোমাদের ধৰ্ম্ম-ভয় থাকে না । সেজ বা । কাশী বাবু, তুমি কি ভাবচো, এ বালক আমার সম্বন্ধী । তুমি বেশ জেনে এ আমার সহোদর সম্বন্ধী নয়। তবে পরিবারকে দিদি সম্বোধন করিয়া ডাকে মাত্র । “ আমার যতদূর সাধ্য চেষ্টা করলাম, এর উপর আর হাত নাই! এক্ষণে বাসায় গিয়া আপনারাই ইহার বিচার করিবেন। " বলিয়া, কাশীবাবু দেবগণকে বিদায় দিয়া নিজ কাম রায় প্রবেশ পুৰ্ব্বক কাজে বসিলেন। দেবতারা এখান হইতে বাসায় গিয়া পরস্পরে বলিতে লাগিলেন উপোর এখানে কৰ্ম্ম কাজের সুবিধা দেখিতেছি না ; অতএব অনর্থক আর থাকিবীর প্রয়োজন কি ? চল আমরা প্রস্থান করি । চারিটার পর কাশীনাথ বাবু আসিয়া উপস্থিত হইলেন এবং দেবগণের হাতে একখানি পাশ দিয়া কহিলেন “ আগামী কল্য শনিবার অতএব কল্য প্রাতে যাইয়া আপনার রেলওয়ে কারখানা দেখিয়া আসিবেন । এই পাশে আপনাদের প্রত্যেকেরই নাম লেখা আছে। এক্ষণে চলুন একবার নগর ভ্রমণ করিয়া আসি ৷ ” দেবগণ র্তাহার কথায় সম্মত হইয়া নগর ভ্রমণে বহির্গত হইলেন । যাইতে ষাইতে দেখিলে একটী বাটীতে লোকে লোকারণ্য । নারা । কাশী বাবু এবাটতে কি ? কাশী । বাটীর কৰ্ত্তার পুত্রের অন্নপ্রাস ন । ক্রমে সকলে যাইয়া ষ্টেষণে উপস্থিত হইলেন । কাশী বাবু দেখাইতে লাগিলেন “ সম্মুখে ঐ মুঙ্গের ষ্টেষণের প্লাট ফরম। এই স্থানে মুঙ্গেরের গাড়ী আসিয়া যাত্রীর জন্য অপেক্ষা করে । ওদিকে দেখুন মেল লাইন । ” ইন্দ্র । মেল লাইন কি ? কাশী। অর্থাৎ স্রোতস্বতী নদী। ঐ লাইন দিয়া অনবরত গুড়া, প্যাসেঞ্জার, মেল প্রভৃতি নানা নামের নানা টুে,ণ অহোরাত্র গমনাগমন করিতেছে। ব্রাঞ্চ লাইন অর্থাৎ শাখা নদী। এই নদী দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র টেণ একখানি যায় একখানি আসিয়া থাৰেজুমাত্র । - এখান হইতে সকলে ষ্টেষণের প্লাট ফরমে যাইয়া দেখেন কোন গৃহে ( 6 - )