পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৩৬ কল্পদ্রুম | যেথা কাল একাদশী নিষ্ঠুর ধরম। সেখানে না হয় যেন রমণী জনম ৷ যেথা পুরুষের নাই উদারতা গুণ । কেবল আপন স্বার্থ গণনা-নিপুণ । আপনি ইন্দ্রিয় সুখ সাধ মিটাইয়া । ভুঞ্জিবে শতেক দ্বারে নারীরে বঞ্চিয়৷ পতনী বিয়োগ হলে দুদিন না সয় । পরম কৌতুকে হয় নিজ পরিণয় ॥ নব প্রণয়িনী সনে নব রঙ্গরস । পুনরায় ফিরে এসে নুতন বয়স । কিন্তু রমণীর যদি পতি মরে যায়। চির দিন জলিবে সে বৈধব্য দশায় { তার স্বাধীনতা ভাব দূরে যায় চলে । , কুকুর বিড়াল মত ঘৃণয়ে সকলে ॥ " চিরকাল পরদাস্য জীবন উপায় । ভোজন শয়ন মুখ সব দূরে যায়। বিধবা সবার হয় দুচখের বিষ । না করে আশিষ কেহ না লয় আশিষ ॥ যে থাকে সধবীকালে অাদরের ধন । সে হয় বিধবা হলে অতি অভাজন ॥ মনের সহিত কেহ ভাল নাহি বাসে । কেহ নাহি মার তীরে লাদরে সস্তাষে । সকলেই ভাবে তারে যেন পর পর । না থাকে কাহার কাছে তাহার আদর ॥ ষে ভাই চখের পলে হারাইত যারে । এখন সে আর তারে দেখিতে না পারে ॥ যে থাকে সধবাকালে অতি মুলক্ষণ । বিধবা হইলে তার বড়ই লাঞ্ছন ॥ সকলেই তারে ভাবে রাক্ষসী সমান । ८ग श्ञ बड़ौद्र शंद्र ! मश अकया १ ॥