পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাহ্য কাপাস । 8b-a পারা যায়। এই তুলায় দৃঢ় চাপ করিয়া কিম্বা উহা কোন নলীর মধ্যে জোরে ঠাসিয়! যদি তৎসংযোগে দাহ্য পারদ অথবা তদনুরূপ অন্য কোন দ্রব্য রাখা হয়, তবে সঙ্গোরে আঘাত দিলে ঐ দাহ্য দ্রব্যে অগ্নি উৎপন্ন হয় এবং সমস্ত তুলা জলিয়া উঠে। কোন গৃহ, কিম্বা জলমগ্ন জাগজ উৎপাটন করিতে হইলে, তাহাদের এক পাশ্বে প্রয়োজনানুরূপ দাহ্য কার্পাস কৃপাকারে রাখিয়া অগ্নি উৎপাদন করিলে প্রচও তেজে ঐ তৃলারাশি জলিয়। গৃহাদি উপাড়িয়া ফেলে। সংযত দাহ্য তুলারাশির এক পার্থে আগুন লাগাইলে নিমিষাবসরে ঐ আগুন অন্য পাশ্বে উপস্থিত হয়। পরীক্ষা দ্বারা স্থির হইয়াছে ঐ গতির বেগ প্রতি মিনিটে প্রায় এক শত ক্রোশ। এখান হইতে এক শত ক্রোশ দূর পর্য্যন্ত এই তুলা গায়ে গায়ে সাজাইয় তাহার এক অন্তভাগ আগুন দিলে এক মিনিটের মধ্যে উছার অপর অন্তভাগ পর্য্যন্ত পুড়িয়া যাইবে । এই তীব্ৰগতি আমরা কল্পনাতেও আনিতে পারি না। কিন্তু ঐ তেজ এত দ্রুতগামী হইলেও আলোক ও তড়িৎ বেগের গতির সঙ্গে তুলনা করিলে, ওতো কিছুই নয় ;—কেবল মন্থরগামী মরাল। তড়িৎ-বেগ প্রতি মিনিটে ৮৬৪০০০০ ক্রোশ ছুটিয়া থাকে। আলোর গতি প্রতি মিনিটে ৬০ ০০ ০০০ ক্রোশ । কিন্তু, দাহ্য কার্পাসের অগ্নি বেগের, শব্দের গতির সঙ্গে छूशनी झग्न । *क्ष 2ीठि भिनिtछ 88००० शड मtन्नु । কার্পাস আলগু ভাবে ছড়াইয়া রাখিলে, অথবা আলগা কার্পাস কিছুতে অীটিয়া বধিলে তাহাতে আগুনের এমন উগ্ৰবেগ জন্মে না। কারণ, আল গ কার্পাসের মধ্যে টুপী ফাট।ইলে অগ্নির তেজ বিকীর্ণ হইবার সময় শিথিল হইয়া পড়ে। কার্পাসের পরমাণু ঘনিষ্ঠ না থাকায় বেগ প্রচালিত হইবার আশ্রয় পায় না । কিন্তু, ঐ পরমাণু গায়ে গায়ে ঘনিষ্ঠরূপে সংযত থাকিলে তাহীদের পরস্পরের আশ্রয়ে অগ্নিবেগ এককালে সৰ্ব্বত্র বিকীর্ণ হইয়া পড়ে। পরিশিষ্টে এখন এই কথা হইতেছে যে, এই মহা তেজস্কর দাহ্য কার্পাস রক্ষা করিবার কোন উপায় আছে কি না ? পাঠক ! দেখ, ইহা নিৰ্ব্বিঘ্নে রাখিবার জন্য একটা উপায় দেখা যায়। কার্পাস শুষ্ক না করিয়া যদি আদ্র অবস্থায় রাখা যায় তবে কোন বিপদের সম্ভাবনা নাই। আদ্র দাহ্য কাপাসেরও বিলক্ষণ তেজ । উহা ব্যবহারের সময় কিঞ্চিৎ শুষ্ক দাহ্য কার্পাসের সঙ্গে মিশ্রিত করিলে দাহ্য গুণের আরও আধিক্য হয় । স্ত্রীরঙ্গলাল মুখোপাধ্যায়।—রাহুত ।