পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমণীরতন 6న যে বলে—তাহায় এ মোর বিনয় বারেক আসিয়া করি দরশন, করুক সে জন । চির বিদূষণ অখি শ্রবণের বিবাদ ভঞ্জন! চাদের চন্দ্রিম মধুমধুরিয়া কুমুমের হাসি, অরুণ কিরণ, শ্যামল জলদ, भूर्भ-चन-ग्रि বাসবের চাপ, বিজলি বরণ। মুকুতা কলাপ শুকের আলাপ বাধুলী গৌরব, জবার রঞ্জন, নব নবনীত ‘ পিকের সঙ্গীত কট করা-অরি-কেশরগঞ্জন । চম্পকের কলি শঙ্খের ত্রিবলী কমল ঘৃণাল কনয়া কটর। মরাল গমন অপাঙ্গ দর্শন লাজে লজ্জাবতী ধীরে বসুন্ধর । গুণে গুণাকর প্রকৃতি সুন্দর আঁখি মন প্রাণ প্রিয় রূচি-কর, বাছিয়া বাছিয়া যতনে লইয়। যা কিছু জগতে চার-মনোহর । রূপের সাগর - মথি নিরন্তর তিল তিল রূপ করি আহরণ, মিলনে তাহার করিলা প্রচার নয়নাভিরাম বিবিধ বরণ হৃদয়ে রাখিয়া স্নেহেতে মাখিয়া প্রাণপণে তাই করিয়া যতন, মনের মানসে কল্পনার বশে গড়িলা অতুল রমণী-রতন। ধন্য গুণাকর ! ब्रिएलोक छिउन्न যে হেন রতন করিলা স্বজন,