পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্তমান হিন্দুসমাজের শোচনীয় অবস্থা । ፶8ፃ কুলাচার্য্যের ঐ সব কুলে পোকা ধরিতে দেখিয়া কুল রাখিতে গিয়া নিরাবিল, রোহিলা, ভূষ্ণা, আলখালী ভবানীপুর প্রভৃতি নানা পটীতে বিভক্ত করিয়া যান । বৈদ}বংশে ধন্বন্তরি গোত্রে বিনায়ক সেন কুলীন । মেীদগল গোত্রে চারুদাস & কশ্যপ গোত্রে কাযুগুপ্ত ֆ ইহীদের মধ্যে কৃষ্ণসেন খান, হরিহর সেন খান, চণ্ডীবর দাস, গণপতি দাস, দুর্জয় দাস পঞ্চ মহাকুলীন ছিলেন । বল্লালসেন কনিকুঞ্জ হইতে যে পঞ্চ ব্রাহ্মণ আনয়ন করেন, তাহাদের সঙ্গে ঘোষ, বম, মির, দত্ত, গুহ প্রভৃতি যে পাঁচ জন দাস আইসেন, র্তাহারাই মহাকুলীন হইলেন। ১ সে কালীন C*fび富 মকরন্দ ঘোষ কুলীন २ ८१ों टभ છે. দশরথ বসু છે ৩ বিশ্বামিত্র હૈ? কালিদাস মিত্র છે ৪ কাশ্যপ હૈ. , দশরথ গুহ છે ৫ ভরদ্বাজ છે পুরুষোত্তমদত্ত છે এই থানে কুলকাহিনী শেষ করা হউক। ক্রমে পুথি বাড়িয়া যায়। সবিশেষ জানিতে হইলে বঙ্গকুলাচাৰ্য্য গ্রন্থ কুলদীপিকা দেখা কৰ্ত্তব্য। যে মহান লক্ষ্য সন্মুখে রাখিয়া রাজা বল্লালসেন ঐ সমস্ত কুলনির্ঘণ্টন করিয়া গিয়াছিলেন, যদি হিন্দুসমাজ সেই উদ্দেশ্য সফল করিতে বদ্ধপরিকর হন, তাহা হইলে কৌলীন্য প্রথা দ্বারা অশেষ মঙ্গল হইবে স্বীকার করি ; নচেৎ যদি হিন্দু বালাদিগকে চির দুঃখিনী করিবার জন্য, তাহাদিগকে চির বৈধব্যানলে দগ্ধ করিবার জন্য,পাপশ্ৰোত বঙ্গসমাজে অব্যহত রাখিবার জন্য, পারিবারিক অশাস্তি ও দরিদ্রতার প্রশ্ৰয় দিবার জন্য ভ্রুণহত্য মহাপাতকে হিন্দুসমাজকে ডুবাইবার জন্য, হিন্দু পিতা মাতাকে যাবজ্জীবন বালবিধবা দুহিতাদিগের সঙ্গে রোদন করিবার জন্য, পিতৃহীন সংসার তরঙ্গে কুলীন অবগও সন্তান সন্ততি গুলিকে জন্মের মত ভাসাইবার জন্য হিন্দুসমাজের সমস্ত উন্নতিপথ অবরোধ করিবার জন, দুঃখ দারিদ্র্য হিন্দু *ब्रिबांद्र म७शैौ भ८था दकभूल दब्रिदाब बना, कूणैौन कोबिनैौक्लभ श्रडाशिनैौ পাfকাদল বৃদ্ধি করিবার জন্য, ভারতবর্ষের মহামূল্য সতীত্ব রত্নকে হেলায়