পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনুসংহিতা । 6 с 5 প্রাহ্মণাদি চারি বর্ণের পিত্রাদির মৃত্যু হইলে যত দিনে যাহার শুদ্ধি হয় এবং দ্রব্যাদির যেরূপে শুদ্ধি হয়, তাহা আমি ক্রমান্বয়ে বলিব । অগ্ৰে অশুদ্ধির কথা না বলিলে শুদ্ধির কথা বল অসঙ্গত হয়, এই হেতু অগ্ৰে অশুদ্ধির কথা বলা হইতেছে। দন্তজাতেইমুজাতে চ কচুড়ে চ সংস্থিতে । অশুদ্ধ বান্ধবf: সৰ্ব্বে স্থতকে চ তথোচ্যতে ॥ ৫৮ ৷৷ জাতদন্ত কৃতচুড়াকরণ ও কৃতোপনয়ন ব্যক্তির মৃত্যু হইলে সপিণ্ড ও সমানোদক ব্যক্তিরা অশুদ্ধ হয় অর্থাৎ তাহাদিগের অশৌচ হয় ; জন্ম হইলে ও এইরূপ অশৌচ হইয়া থাকে। দশাহুং শাবমাশৌচং সপিণ্ডেযু বিধীয়তে । অবাক সঞ্চয়নাদস্তাং ত্ৰাহমেকাহমেব চ। ৫৯ ৷ ব্রাহ্মণের মৃত্যু হইলে সপিণ্ডের দশাহ অশৌচ হয়। অস্থি সঞ্চয়নের পূৰ্ব্বে তিন দিবস অথবা এক দিবস অশৌচ হইয় থাকে । এখানে দিবস শব্দে অহো- . রাত্র বুঝাইবে । অশৌচ দশ দিন তিন দিন ও এক দিন হয়, এই তিন প্রকার ব্যবস্থা গুণভেদে করা হইয়াছে। যে ব্রাহ্মণ সাগ্নিক হয় এবং মন্ত্র ও ব্রাহ্মণtত্মক বেদের সমস্ত শাখা অধ্যয়ন করে, তাহারি একাহ অশৌচ হয়, আর যে ব্ৰাহ্মণ ঐ উভয় গুণের একে হীন হয়, তাহার ত্রিরাত্র অশৌচ হইয়া থাকে ; আর যাহার কোন গুণ না থাকে, তাহার দশ দিন অশৌচ হয়। চতুর্থ দিবসে অস্থিসঞ্চয়নের নিয়ম আছে । সপিণ্ড ও সমানোদক কাহীকে বলে, এক্ষণে তাহার লক্ষণ করা হইতেছে। সপিণ্ডত তু পুরুষে সপ্তমে বিনিবৰ্ত্ততে। সমানোদকভাবস্তু জন্মনামোরবেদনে ॥৬০ ॥ যে পুরুষ হইতে গণনা করা যায়, তাহার পিতা পিতামহ প্রপিতামহ অবধি ছয় পুরুষ অতিক্রম করিয়া সপ্তম পুরুষে সপিণ্ডত বিনিবৃত্ত হয়। পিণ্ডদাতা পিত। পিতামহু ও প্রপিতামহ এই তিন পুরুষকে পিণ্ড দান করিয়া থাকেন, তাহার পর তিন পুরুষ পিওলেপভোজী হন। এই ছয় পুরুষ আর যিনি পিও দান করেন, তাহার সহিত পিও সম্বন্ধ হয় বলিয়। সাপিণ্ড্য সপ্তপুরুষনিষ্ঠ বলিয়া অভিহিত হইয়া থাকে । আর অমুক আমাদের কুলে জন্মিয়াছিল এবং তাহার এই নাম ছিল, ইহা যখন আর জানিতে পার না যায়, তখন সমানোদক ভাবের নিবৃত্তি হয় ।