পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশোকবনে সীতা । ४२¢ বরুণ । আঞ্জে, জানা জানি কি জামালপুর ও সাহেবগঞ্জ এ বিষয়ের । সাক্ষ্য দিতেছে । অশোকবনে সীতা । এ কি রে সতীত্বরতনের খনি ? এ কি রঘুকুল-গৌরবের মণি ? কিম্বা আর্য্যধৰ্ম্ম-প্রতিমা এখানি ? হায় রে । সীতাকে চিনিতে নারি ! নাহি চায় পর পুরুষের দিকে, রাবণে দেখিলে কাদে অধোমুখে, কুমুদিনী যথা মুদি চার মুখে নীহারাশ্র বর্ষে তপনে হেরি । পতিরূপ তার হৃদি মাঝে গtথা পতিচিন্তা বিনা নাহি অন্য চিন্তা, যত মনে পড়ে তত বাড়ে ব্যথা, তত মন ধtয় ভাবিতে র্তীরে । পতিfনন্দ শুনি বিদরে হৃদয় ; রূপের প্রশংসা রাক্ষসনিচয় যত করে, তত আরো দুঃখ হয়, ততই কুরূপ প্রার্থনা করে। লুকাইতে রূপ ঢাকিছে বদন, তবু উজলিছে অশোককানন ; তরল বারিদ ভেদিয়া যেমন ছড়াইছে চন্দ্র কিরণ রাশি । শে\ৰে ক্ষীণকায় জনকনন্দিনী— শোভে শোকাবহ যেন চিত্ৰখনি, তাই যেন মুখে নাহি সরে বাণী । ত্ৰিজটা সাস্থনা করিছে বসি— কেন লে৷ মুন্দরি ? করিছ ক্ৰন্দন ?

  • ( ৭৯ )