পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীহৰ্ষ । . ৭ ০৯ অত্যন্ত বৃদ্ধ বয়সে নৈষধের মুবিস্তীর্ণ ও জটিল ভাৰাত্মক কাব্য রচনা কর। সহজ কথা নয়। এ দিকে আবার প্রবাদ আছে, তিনি মাতুলালয়ে নৈষধ কাব্য রচনা করেন । মৰ্ম্মট ভট্টের কাব্য প্রকাশ সাঙ্গ হইলে নৈষধচরিত প্রকাশিত হয়। তজ্জন্য তিনি উপহাস করিয়া ভাগিনেয়কে বলিয়াছিলেন যে,তাহার কাব্য আর কিছু পূৰ্ব্বে প্রকটিত হইলে সপ্তমোল্লাসের দোষ ভাগের যাবতীয় উদাহরণ নৈষধচরিত হইতে উদ্ধার করিলে চলিত। এই প্রবাদ যদি সত্য হয়, তবে কাব্যপ্রকাশ রচনার পরে নৈষধকাবা বিচরিত হইয়াছে, তাহা নিশ্চিত জানা গেল। কিন্তু কাব্য গ্রন্থ খানি কখনও কোন স্থানে সঙ্কলিত হইয়াছে, তাহ নিশ্চিত জানিবার উপায় দেখি না । মন্মটভট্টের প্রাদুর্ভাব কাল লইয়াও পণ্ডিতেরা অনেক গোল করিয়াছেন । কাব্যপ্রকাশে রত্নাবলী নাটকার অনেক স্থল উদাহরণ স্বরূপে উদ্ধৃত হইয়াছে। তস্কৃষ্ট্রে উইলসন সাহেব অনুমান করেন যে, খৃষ্টীয় ১১১৩ পরিমিতাদের পরে উক্ত অলঙ্কারশাস্ত্রখানি মন্মটভট্টের দ্বারা বিরচিত হয়। উইলসন সাহেবের এ কথা বলিবার কারণ এই, তিনি কহুলণ (২) পণ্ডিত বিচরিত রাজতরঙ্গিণীতে দেখিলেন যে, হর্ষনৃপতি— সোইশেষদেশভাষাজ্ঞঃ সৰ্ব্বভাষাস্থ সংকবিঃ । কৃশ্নবিদ্যানিধিঃ প্রাপ থ্যাতিং দেশান্তরেম্বপি ॥ ৭ তরঙ্গ ৬১১ শ্লোক। (২) এই অংশ এবং ইহার পরে যাহা লিখিত হইতেছে, তৎসমুদায় লীযুক্ত মহেশচন্দ্র ন্যায়রত্ন মহাশয়ের সম্পাদিত কাব্যপ্রকাশ গ্রন্থের বিজ্ঞাপন হইতে উদ্ধত হইল। ন্যায়রত্ন মহাশয় উইলসনের মত খণ্ডন করিয়া মন্মট ভট্টের প্রাদুর্ভাব কাল স্বয়ং যাহা নিরূপণ করিয়া, ছেন, তাহাও আমাদের অনুমোদনীয় নহে, তিনি লিখিতেছেন— - এবং যদি কাব্য প্রকাশদ্ভূত (৩১৮ পৃষ্ঠা)......“ ভোজনৃপতেস্তৎত্যাগলীলায়িচম " ইতি শ্লোকোক্ত ভোজত্ৰবু পূৰ্ব্বোক্তমালবাধিপতিরানীদিতি স্যাৎ, এবং কাব্যপ্রকাশকৃতানি ভোজপ্রবন্ধীয়ানি স্বদেতৎ চান্দ্রাস্তর ..... ইত্যাদীনি পদ্যানি মালবাধিপতিভোজরাজ সমকালীনকবেঃ ভোজপ্রবন্ধরচয়িতুরেব বা হ্যঃ, তদা পূৰ্ব্বেক্তাৎ ভোজরাজকালাৎ ১০৬৫ মিতাদাৎ পরমের কাব্যপ্রকাশে নিরমারীত্যপি বক্তং শক্যতে। এবং যদ্যপি কাব্যপ্রকাশদ্ভূত (৩১৮ পৃষ্ঠা ১...8ভোজনৃপতেন্তৎত্যাগলীলায়িতম? এই শ্লোকোক্ত ভোজরাজ পুৰ্ব্বোক্ত মালবাধিপতি ছিলেন এমন হয়, এবং কাব্যপ্রকাশদ্ভূত ভোজ প্রবন্ধের ; যদেতৎ চান্দ্রাস্তর ... ইত্যাদি পদ্যগুলি মালবাধিপতি खाजबाब गमकालीन কবি ভোজপ্রবন্ধবচয়িতারই যথার্থ হয়, তবে পূৰ্ব্বোক্ত ভোজ রাজার রাজত্বকাল হইতে ১,১৫ মিতাদের পরে কাব্য প্রকাশ নিৰ্ম্মিত হইয়াছে, ইহু। বলা যাইতে পারে ।