পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাহ্য কাপাস । 8br@r লোকের জীবন নষ্ট হইল ; কিন্তু উহ রক্ষা করিবার প্রকৃত উপায় কেহই ঠিক করিতে পারিলেন না । এই দাহ্য কার্পাস চাপিয়া সংযত অবস্থায় রাখিলে অনেকাংশে রক্ষিত হয় । কিন্তু, এ উপায়ও সৰ্ব্বাঙ্গমুন্দর নহে। পরিশেষে অনেকে দেখিলেন কার্পাস প্রথমে পরিস্কৃত করিয়া তাহাতে ঐ পদার্থ প্রস্তুত করিলে সস্তাপে এত সহস আগুন লাগে না । অষ্ট্ৰীয়া দেশীয় বন, লিঙ্ক প্রথম এই নুতন উপায়টর আবিষ্কার করেন। বন, সাহেবের এই উপায় যদি ৪ এককালে বিস্তুশূন্য হয় নাই ; কিন্তু কালক্রমে দাহ্য কার্পাসের লোকসমাজে যে ব্যবহার হইবে, তদর্শনে এ আশা অনেকের মনে পুনৰ্জ্জীবিত হইয়াছিল । ইংলণ্ডে আবার মহা ধূম পড়িয়া গেল—রাসায়নিকের দিবার ত্রি নানা প্রকার পরীক্ষণ করিতে লাগিলেন। সকলে দেখিলেন দাহ্য তুলা সংযত করিয়া বারুদের মত কঠিন করিতে পারিলে, কোন বিপদের আশঙ্কা থাকে না । বিলাতে ইহা প্রস্তুত করিবার অনেক সুবিধা আছে । সেখানে ভাল তুলা খরচ করিবার কিছুই আবশ্যকতা নাই। মঞ্চেষ্টারের কাপড়ের কারখানায় পরিষ্কৃত ফুলার যে ছাট পড়ে, তাহাতেই কাজ চলে। পরিস্কৃত ও কুট্টিত ভূল হইলে তাহ সংযত করিয়া নিরেট করিপার অনেক সুবিধা হয় । ৰিলাতে জল যন্ত্রের ( Hydraulic press ) চাপে এই তুলাকে নানা প্রকার আকারে কঠিন করিয়া রাখে। ফলতঃ কাপাসকে বারদের ন্যায় কঠিন করা কিছু দুষ্কর ব্যাপার নয়। কেহ কেহ প্যারাফিল, রবার, চিনি প্রভৃতি দ্রব্যের সহিত এই কার্পাস মিশাইয়া চূৰ্ণ করেন, তাহাতে উঃ বেস স্থায়ী হয়, এবং পিস্তল ও বন্দুকে নিৰ্ব্বিঘ্নে প্রয়োগ করা যায় । বারুদের ছোট বড় দানা করিবার বিশেষ উদ্দেশ্য আছে । ছোট দানার বারুদ বড় কামানে প্রয়োগ করিলে বিপদ ঘটিতে পারে। চিনার বারুদের দান ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু অনেক বিলাতি বরুদের দান তেমন নয় । পিস্তলে ও ছোট বন্দুকে ব্যবহারের নিমিত্ত ক্ষুদ্রদান বারুদ হইলে কোন ক্ষতি হয় না। কিন্তু বড় বন্দুক ও বড় কামানের ব্যবহার-যোগ্য বারদের দান। বড় হওয়া চাই। পচিশ বৎসর পূৰ্ব্বে বিলাতে যে সকল বড় বড় কামান প্রচলিত ছিল, তাহা নুনাধিক ৪৮ সের বারুদ দিয়া ঠাসিতে হইত।” কিন্তু এখন যুদ্ধোপকরণের অনেক উন্নতি হইয়াছে। এখনকার কামানের কলেবর কোথাও পূৰ্ব্বাপেক্ষ দেড়গুণ, কোথাও দ্বিগুণ বড় হইয়াছে ।