পাতা:চয়নিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
চয়নিকা

আমি আজ ছিন্ন ফুল রাজপথে পড়ি’,
পল্লবের সুচিক্কণ ছায়াস্নিগ্ধ আবরণ
তেয়াগি ধুলায় হায় যাই গড়াগড়ি।

নিতান্ত ব্যথার ব্যথী ভালোবাসা দিয়ে
সযতনে চিরকাল রচি’ দিবে অন্তরাল,
নগ্ন করেছিনু প্রাণ সেই আশা নিয়ে।

মুখ ফিরাতেছ, সখা আজ কী বলিয়া।
ভুল ক’রে এসেছিলে? ভুলে ভালোবেসেছিলে?
ভুল ভেঙে গেছে তাই যেতেছ চলিয়া?

তুমি তো ফিরিয়া যাবে আজ বই কাল,
আমার যে ফিরিবার পথ রাখো নাই আর,
ধূলিসাৎ করেছ-যে প্রাণের আড়াল।

এ কী নিদারুণ ভুল। নিখিল নিলয়ে
শত শত প্রাণ ফেলে ভুল ক’রে কেন এলে
অভাগিনী রমণীর গোপন হৃদয়ে।

ভেবে দেখো আনিয়াছ মোরে কোন খানে,
শত লক্ষ আঁখিভরা কৌতুক-কঠিন ধরা
চেয়ে র’বে অনাবৃত কলঙ্কের পানে।

ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে,
কেন লজ্জা কেড়ে নিলে, একাকিনী ছেড়ে দিলে
বিশাল ভবের মাঝে বিবসনা বেশে?

১২ জ্যৈষ্ঠ, ১২৯৫
—মানসী
পরিবর্ধন
শান্তিনিকেতন ৭ কার্তিক