পাতা:গল্পগুচ্ছ (চতুর্থ খণ্ড).pdf/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వOOU গল্পগুচ্ছ তার প্বে আর কেউ করে নি। কারণ, সন্টিকতা তাঁর রচনাশালায় একলা কাজ করেন। সে বিশ্বকমারই মতন আপনাকে দিয়ে রচনা করে। সেদিন কৰি যে পল্পীচিত্র দেখেছিল নিঃসন্দেহ তার মধ্যে রাট্রিক ইতিহাসের আঘাত-প্রতিঘাত ছিল। কিন্তু তার সষ্টিতে মানবজীবনের সেই সখেদঃখের ইতিহাস, যা সকল ইতিহাসকে অতিক্রম করে বরাবর চলে এসেছে কৃষিক্ষেত্রে, পল্লীপাবণে, আপন প্রাত্যহিক সখেদুঃখ নিয়ে— কখনো বা মোগল রাজত্বে কখনো বা ইংরেজ রাজত্বে তার অতিসরল মানবত্ব-প্রকাশ নিত্য চলেছে—সেইটেই প্রতিবিম্বিত হয়েছিল গলপগুচ্ছে, কোনো সামন্ততন্ত্র নয়, কোনো রাষ্ট্ৰতন্ত্র নয় । ( ২৪ মে ১৯৪১ | --রবীন্দ্রনাথ। সাহিত্যে ঐতিহাসিকতা। সাহিত্যের স্বরাপ আমার বয়স তখন অলপ ছিল । বাংলাদেশের পল্লীতে ঘাটে ঘাটে ভ্রমণ করে ফিরেছি। সেই আনন্দের পণ্যতায় গল্পগুলি লেখা। চিরদিন এই গল্পগুলি আমার অত্যন্ত প্রিয়, অথচ আমাদের দেশ গল্পগুলিকে যথেষ্ট অভ্যর্থনা করে নেয় নি, এই ঃেখ আমার মনে ছিল। এবার তোমাদের পরিচয়ে এতদিন পরে আমি যথোচিত পুরস্কার পেয়েছি। তার মধ্যে কোনো বিধা নেই, পরোপুরি সঙ্গেভাগের কথা । এই কৃতজ্ঞতা তোমাকে না জানিয়ে পারলাম না। উত্তরায়ণ, ৯ জন ১৯৪১ —রবীন্দ্রনাথ। শ্রীহিরণকুমার সান্যালকে লিখিত পত্র শ্ৰীচন্দ্রগুপ্ত, শ্ৰীসদশন, শ্ৰীসত্যবতী দেবী ও শ্ৰীবনারসীদাস চতুবেদী রবীন্দ্রনাথের সহিত সাক্ষাৎ করিলে রবীন্দ্রনাথের ছোটোগলপ সম্পবন্ধে যে আলোচনা হয় তাহার বিবরণ Forward পত্রে (২৩ ফেব্রুয়ারি ১৯৩৬) প্রকাশিত হইয়াছিল। তাহা এ পথলে সংকলিত হইল— Mr. Sudarshan: Can you kindly tell us something of the background of your short stories and how they originated? The Poet: It was when I was quite young that I began to write short stories. Being a landlord I had to go to villages and thus I came in touch with the village people and their simple modes of life. I enjoyed the surrounding scenery and the beauty of rural Bengal. The river system of Bengal the best part of this province, fascinated me and I used to be quite familiar with those rivers. I got glimpses into the life of the people, which appealed to me very much indeed. At first I was quite unfamiliar with the village life as I was born and brought up in Calcutta and so there was an element of mystery for me. My whole heart went out to the simple village people as I came in close contact with them. They seemed to belong to quite another world so very different from that of Calcutta. My earlier stories have this background and they describe this contact of mine with the village