পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠাইয়াছি । ছয় মাস হইয়া গেলে তাহার রীতিমত পরীক্ষা হইৰে । মোহিতবাবু সাহিত্য ইতিহাসে পরীক্ষকতা করিতে সম্মত হইয়াছেন । মোহিতবাবু আলমোড়ায় আসিয়া অামার অতিথিরূপে আছেন । তিনি এখানে দিন পনেরো থাকিবেন । কুষ্টিয়ার কাজে কর্তৃপক্ষদের সঙ্গে আপনার বনিবার সম্ভাবনা নাই শুনিয়া দুঃখিত হইলাম । জায়গাটি মন্দ নহে । সেখানে উকিল চন্দ্রময়বাবুর সঙ্গে কি আলাপ হইয়াছে ? লোকটি অত্যস্ত সংপ্রকৃতি, শাস্ত— তাহার প্রতি সেখানকার সকলেরই শ্রদ্ধা আছে । আপনি বোধহয় তাহার পরামর্শ লষ্টয়া চলিলে সুবিধা পাইতে পারিবেন । রথী প্রথম শ্রেণী এবং সন্তোষ দ্বিতীয় শ্রেণীতে পাস হইয়াছে বোধহয় খবর পাইয়াছেন । যে একশত টাকা আপনার প্রাপ্য আছে সে আমি নিজেই দিব— সে সম্বন্ধে আপনি নিশ্চিন্ত থাকিবেন । সম্প্রতি আমি নিতান্তই জড়িত হইয়া পড়িয়াছি— কবে নিস্কৃতি পাইয়। সচ্ছল অবস্থায় উত্তীর্ণ হইব জানি না । আমি একটু মাথ৷ তুলিতে পারিলেই আপনাকে স্মরণ করিব । নরেন র্তাহার বৈদ্যবাটির কাজ ছাড়িয়া দিয়া বসিয়া আছেন। বোলপুরে পুনরায় কাজে প্রবেশ করিতে ইচ্ছুক আছেন – কিন্তু র্যাহারা সেখানকার কাজেই স্থায়ীভাবে আত্মসমপণ করিতে প্রস্তুত নহেন তাহাদিগকে কিছুদিনের মত রাখিয়া বিদ্যালয়ের ক্ষতি করিতে পারি না । সুবোধ ኟግ