পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও আশ্বাসের ছিল এখানে এই এক বৎসরে যাহা কিছু লাভজনক বোধ করিয়াছেন তাহাই স্মরণে রাখিবেন ও আমাকে হিতৈষী বন্ধুভাবেই চিন্তা করিবেন । ইতি ১৩ই ফাল্গুন ১৩০৯ ভবদীয় শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর २¥ মার্চ У a s 5 ઠં হাজারিবাগ সবিনয় নমস্কারসম্ভাষণমেতৎ আপনার লেখাটি একেবারে কালবৈশাখী ঝড়ের মত— প্রচণ্ড ও আকস্মিক । কিন্তু শুধু এইরূপ দমকা হইলে চলিবে না— সিদ্ধাস্তের সঙ্গে সঙ্গে বৃত্তাস্তও চাই। শিক্ষামহলের কৰ্ত্তারা এতদিন ধরিয়া কি প্রণালীতে শিশুদের রক্ত শোষণ করিয়া আসিতেছেন তাহা বিস্তারিত করিয়া আলোচনা করা দরকার— ছাত্রদের মাথাগুলি বিশ্ববিদ্যালয়ের জঠরের মধ্য দিয়া কি উপায়ে গজভুক্ত কপিখবৎ বাহির হইয়া আসে তাহ। আদ্যোপাস্ত বিশ্লেষণ করিয়া দেখান উচিত— নহিলে শুদ্ধমাত্র ঝড়কে লোকে দ্বার রুদ্ধ করিয়া ঠেকাইবে – আপনার এ লেখা সহজে কেহ গ্রহণ করিবে না । এখানে আসিয়া অবধি আমাদের অবস্থা শোচনীয় হইয়া উঠিয়াছে । ৮৯ দিন আমি জ্বরে পড়িয়াছিলাম। উঠিয়াছি কিন্তু কাশি ও তুর্বলতা যায় নাই। তার পরে শমী পড়িয়াছিল, २ ●