পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতি আপনাদের অনাসক্তি ও বিমুখত আমার পক্ষে চিরকালই ক্লেশকর হইয়া থাকিবে । কিন্তু তাই বলিয়া এই অক্ষায় কথা আপনি মনেও স্থান দিবেন না যে বিদ্যালয়ের পক্ষে কোন আশঙ্কা বা অবনতির কারণ ঘটিয়াছে। প্রতিদিনই আমি এই বিস্ময় অনুভব করিতেছি যে, সমস্ত বিপ্লবের মধ্য দিয়া বিদ্যালয় নবতর প্রাণ ও প্রবলতর প্রতিষ্ঠা লাভ করিতেছে। ঠিক এই সময়ে বিদ্যালয় তাহার অনেক বালাই কাটাইয়া একটি মহিমাময় নবযৌবনের সন্ধিস্থলে দাড়াইয়াছে। সে সকল ভিতরের কথা আপনি জানিতে পারিবেন না । বস্তুত বিদ্যালয়ের ঠিক ভিতরের মৰ্ম্মটি আপনি কোনদিন একান্তভাবে আপনার মস্তরের মধ্যে গ্রহণ করেন নাই। আপনি বাহির হইতে ংশয়ের চক্ষে পরের মত করিয়া দেখিয়াছেন । সেইজন্তই আজ আপনি ইহার অভু্যদয়জ্যোতি দেখিতে পাইতেছেন না কিন্তু আপনারা নিঃসংশয় হইবেন এমন দিনও আসিবে । কিন্তু বিদ্যালয়ের কথা ছাড়িয়া দিন— ইহার ভার যদি ঈশ্বর আমার উপর দিয়া থাকেন তবে সমস্ত বিস্তু বিপদের মধ্যেও তিনি ইহাকে সফলতা দিবেন— এ ভার যদি অপহরণও করেন তবু আমার কিছুদিনের এই চেষ্টা সম্পূর্ণ বার্থ হইবে না। কিন্তু আপনাদের সহিত আমার যে বন্ধন স্থাপিত হইয়াছে তাহা যেন বিচ্ছিন্ন না হয় । বিদ্যালয়ের সূত্রে আপনাদের সহিত যোগ না থাকিলেও অকৃত্রিম সহজ সৌহার্দ্যের সহিত আপনাদিগকে বরাবর নিকটে পাইব এ צS\