পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোন অভাব নাই— বোধহয় আহারাদি সম্বন্ধে নিতান্ত তপস্বীর স্তায় আপনাদিগকে কাল যাপন করিতে হইতেছে না । ফিরিবার সময় কিছু নবদ্বীপের খইয়ের মোওয়া সঙ্গে করিয়া লইয়া আসিবেন— শাস্তিনিকেতনে আমাদের পক্ষে তাহাই যথেষ্ট হইবে । কৃষ্ণনগরের বাজারে এখানকার বিদ্যালয়ে ব্যবহারযোগ্য সোনামুগ প্রভৃতি কোন আহাৰ্য্যদ্রব্য যদি শস্ত পাওয়া যায় মনে করেন ( বিপিনকে বলিলেই সে সন্ধান লইবে ) তবে এখানকার জন্য, যে পরিমাণ আপনাদের লাগেজের সঙ্গে সহজে আসিতে পারে লইয়া আসিবেন মূল্য এখানে হিসাব করিয়া লইলেই হইবে । আমি শুক্রবার প্রাতের মেলে কলিকাতায় যাইব— আমার ভূত্যটিকে যথাসময়ে মুক্তিদান করিবেন । ইতি ২৯শে পৌষ ১৩০৯ ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর هـ ۰ ه د fq;gtfaچ چRه து 년g [ কলিকাত ] সবিনয় নমস্কার সম্ভাষণমেতৎ — গত সোমবারে রথী ইনস্পেক্টার অাপিসে গিয়া তাহার দরখাস্ত সহি করিয়া আসিয়াছে। বুধবারে আপনার পত্র পাইলাম ইতিমধ্যে কেবল ছুই তিন দিনের প্রতি লক্ষ্য রাখিয় তাহাকে উৎসবের আমোদ হইতে বঞ্চিত করিলাম না । এখানে } (t