পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যালয়ে ভিড় কিছু বেড়েছে। কিন্তু একটা নতুন দোতলা ঘর তৈরি হচ্চে, সেটা হলে তাতেই ছু তলায় ২৫ জন ছাত্র ধরবে তাহলে কোনো অসুবিধা হবে না। ১৮ টাকা বেতন অভিভাবকদের পক্ষে কিছু কঠিন তবু তৎসত্ত্বে এতেও আমাদের টানাটানি হয় । ছেলে যত বাড়চে মাষ্টারও বাড়চে– সুতরাং খরচও বাড়চে । কবে একে নিজের শক্তিতে প্রতিষ্ঠিত করতে পারব জানি নে । আপনাদের মেয়েটিকে কেন আশ্রমে দিয়ে গেলেন না ? আমি প্রতীক্ষা করে ছিলুম। যদি মনের মধ্যে সঙ্কোচ বোধ করে থাকেন সেটা আপনার অন্যায় হয়েছে। এখনো চিন্ত৷ করে দেখবার সময় আছে । রথীর দেশে ফেরবার সময় আসন্ন হয়েছে— হয় ত আর এক মাস পরেই ফিরবে – তার পরে তার কাজের ব্যবস্থা করে দিতে হবে। সন্তোষও আগামী সেপ্টেম্বরে ফিরে আসবে। ইতি রবিবার [ ৯ শ্রাবণ ১৩১৬ ] আপনার শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর by R