পাতা:শোধবোধ-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক
শােধ-বােধ।
প্রথম দৃশ্য

 চারু। আমি যদি পুরুষ হতুম, নেলি, তা’হ’লে তোর ঐ পায়ের কাছে পড়ে’—

 নলিনী। জুতোর লেস্ লাগাতিস্ বুঝি? আব ব্রেসলেট্ পরাতো কে?

মিষ্টার লাহিড়ির প্রবেশ

 মিষ্টার লাহিড়ি। আজ বরুণ নন্দীব আস্‌বার কথা আছে না?

 নলিনী। হাঁ, তাঁর চিঠি পেয়েছি।

 মিষ্টার লাহিড়ি। তা’হ’লে এখনো যে ড্রেস্ করো নি?

 নলিনী। কি ড্রেস প’র্‌বো, তাই তো এতক্ষণ চারুর সঙ্গে পরামর্শ ক’র্‌ছিলুম।

 মিষ্টার লাহিড়ি। দেখ, ভুলো না, সার হাবকোর্ট তোমাকে কী চিঠি লিখেছেন, সেইটে বরুণ নন্দী দেখ্‌তে চেয়েছিলো—সেটা—

 নলিনী। হাঁ, সেটা আমি বেব করে’ রাখ্‌বো, আর জেনেরাল্ পর্কিন্সের ভাইঝি তার অটোগ্রাফওয়ালা যে ফোটো আমাকে দিয়েছিলো, সেটাও—

 মিষ্টার লাহিড়ি। হাঁ হাঁ সেটা, আর সেই যে—

 নলিনী। বুঝেছি, গবর্মেণ্ট হাউসে নেমন্তন্নে গিয়েছিলুম, তার নাচের প্রোগ্রামটা।

 মিষ্টার লাহিড়ি। আজ কোন্ গানটা গাবে বলো তো?

 নলিনী। সেই যে ঐটে,

Love's golden dream is done
Hidden in mist of pain.