পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেটি যথারীতি আদায় করে নেব । মনে ত করচি এখন থেকে খাচায় বসৎ তুলে দেওয়া গেল— বাকি ক’টা দিন উড়ে উড়েই কাটিয়ে দেব। আপনি বোধহয় জানেন না রখী এবং বৌমা আমার সঙ্গে বিলাত যাচ্চেন। রথী মাস তিনচার থেকে চলে আসবেন— আমরা হয়ত বছর খানেক অথবা ভাল লাগলে তার চেয়ে বেশি দিনও থাকতে পারি— অতএব দীর্ঘকালের জন্য আপনাদের নমস্কার করে পাড়ি দিতে চলুম। ইতি ১৩ই আশ্বিন ১৩১৮ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর ১৯ নভেম্বর ১৯১৩ § প্রীতিনমস্কারপূর্বক নিবেদন— অপমান ত অনেক সহিয়াছি— বোধ করি সম্মানও সস্থ করিতে পারিব । আমার জন্ত উদ্বিগ্ন হইবেন না। যিনি মান দিয়াছেন তিনিই আমার মান রক্ষা করিবেন একেবারে কাৎ হইয়া পড়িতে দিবেন না । ইতি ৩ অগ্রহায়ণ ১৩২০ আপনাদের শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর 2\r