পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓጽእ ७ चtर्डेवब्र >>२२ Hawarden Race Course Coimbatore \ર્કે প্রীতিনমস্কারপূর্বকনিবেদন আপনি এতবড় অস্তৃত ভুল করলেন কি করে ? আপনার সঙ্গে আমার বর্ণিত হেডমাস্টারের কোনখানে মেলে ? আপনি চলে যাবার পরে হিতৈষীবর্গের তাড়নায় আমি বীরভূমের কোনও জেলা ইস্কুল থেকে একটি ভদ্রলোককে তার হেডমাস্টারি সমেত সমূলে উৎপাটিত করে আমাদের বিদ্যালয়ে রোপণ করেছিলেম । কিন্তু মাটির গুণে এখানে তার শিকড় বসল না। আপনাকে ফিরে পেলে ত আমরা হরির লুট দিই— কিন্তু সেই আমাদের ভূতপূৰ্ব্ব হেডমাস্টারটিকে ? নৈব নৈবচ। দেশে দেশে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্চি। এখান থেকে সিংহলে যাবার কথা আছে । বাঙালী বিজয়সিংহ এককালে সেখানে জয় করতে গিয়েছিলেন, আমি যাচ্চি ভিক্ষা করতে। ফিরব ডিসেম্বরে । ইতি ৩ অক্টোবর ১৯২২ [ ১৬ আশ্বিন ১৩২৯ ] আপনাদের স্ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর У оф