পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હૈં [ শাস্তিনিকেতন ] ভুল বুঝেচেন— আগেকার সঙ্গে একমাত্র প্রভেদ এই যে আগে অবকাশের টানাটানি ছিল না। এখন কৰ্ম্মজালে চিস্তাজালে জড়িত হয়ে পড়েচি— উদ্বেগও যথেষ্ট । মনোযোগের শৈথিল্য যদি লক্ষ্য করে থাকেন তার এই কারণ। ছুটি পাবার জন্ত সৰ্ব্বদা মন উৎসুক হয়ে আছে— গুরুভারাক্রান্ত সময়ের বোঝা বয়ে ক্লান্ত হয়ে আছি। ইতি ও পৌষ ১৩৩৮

  • আপনাদের

चैब्रदौठनाथ ठाकूब्र Be Đ v పెiteTI a తిరి ઉં শান্তিনিকেতন প্রীতিনমস্কার অসুস্থ শরীর নিয়ে চলে গিয়েছিলুম বোটে, ডাকঘরবিবর্জিত জলপথে । সেখান থেকে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ফিরে এসেছি স্বভবনের শয্যাতলে । কিছুকাল থেকে নিজে চিঠিপত্র খুলি নে জবাব যায় পরের হাত দিয়ে। এ যুগে বানপ্রস্থের সুযোগ নেই সেই জন্তেই ঘরের মধ্যেই নৈষ্কর্ঘ্যের বেড়া তুলতে হয়— সত্তর বছরের পরে SYo