পাতা:সাহিত্য-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গ্রন্থপরিচয়

সাহিত্য গদ্যগ্রন্থাবলীর চতুর্থ ভাগ রূপে ১৩১৪ সালে প্রথম প্রকাশিত হয়। মূল প্রবন্ধগুলির অতিরিক্ত চৌদ্দটি প্রবন্ধ বর্তমান সংস্করণের সংযোজনে কালক্রমে সংকলিত হইল। তন্মধ্যে শেষ তিনটি প্রবন্ধ (পরবর্তী তালিকায় ২৩-২৫) পূর্ববর্তী সংস্করণেও ছিল; অন্য চারিটি প্রবন্ধ (১৬-১৯) ‘সাহিত্যের পথে’র প্রথম প্রকাশকালে ‘পত্রালাপ’ শিরোনামে সংকলিত হয় (প্রচলিত ‘সাহিত্যের পথে’ গ্রন্থে নাই), ‘সাহিত্য’ গ্রন্থের ১৩৪৮ মাঘ সংস্করণে গৃহীত ও পরে বর্জিত হয়, বর্তমানে সমসাময়িক অন্য রচনাচয় সংকলন করায় অভিন্ন প্রসঙ্গসূত্রে সংগত কারণেই একত্র গ্রথিত হইল— শিরোনামগুলি ‘সাধনা’ হইতে লওয়া হইয়াছে। সংকলিত সমুদয় প্রবন্ধের সাময়িক পত্রে প্রকাশকাল নিম্নে মুদ্রিত হইল।—

সাহিত্যের তাৎপর্য বঙ্গদর্শন অগ্রহায়ণ ১৩১০
সাহিত্যের সামগ্রী বঙ্গদর্শন কার্তিক ১৩১০
সাহিত্যের বিচার
‘সাহিত্যসমালোচনা’ আখ্যায়

বঙ্গদর্শন
আশ্বিন ১৩১০
সৌন্দর্যবোধ বঙ্গদর্শন পৌষ ১৩১৩
বিশ্বসাহিত্য বঙ্গদর্শন মাঘ ১৩১৩
সৌন্দর্য ও সাহিত্য বঙ্গদর্শন বৈশাখ ১৩১৪
সাহিত্যসৃষ্টি বঙ্গদর্শন আষাঢ় ১৩১৪
বাংলা জাতীয় সাহিত্য সাধনা বৈশাখ ১৩০২
বঙ্গভাষা ও সাহিত্য বঙ্গদর্শন শ্রাবণ ১৩০৯
১০ ঐতিহাসিক উপন্যাস ভারতী আশ্বিন ১৩০৫
১১ কবিজীবনী বঙ্গদর্শন আষাঢ় ১৩০৮
সংযোজন
১২ কাব্য: স্পষ্ট এবং অস্পষ্ট ভারতী ও বালক চৈত্র ১২৯৩
১৩ সাহিত্যের উদ্দেশ্য ভারতী ও বালক বৈশাখ ১২৯৪
১৯