পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*আপনারা কৃষ্ণনগরে স্বাস্থ্যকর স্থান পাইয়াছেন..।” * এই প্রসঙ্গে দ্রষ্টব্য, ৬-সংখ্যক পত্রের টীকা 'রখীদের কৃষ্ণনগরে পরীক্ষা দেওয়াই স্থির করিবেন।’ ( পৃ. ২৩e ) । পত্র ১০ । “গত সোমবারে রথী ইনস্পেক্টর আপিসে গিয়া তাহার দরখাস্ত সহি করিয়া আসিয়াছে।” ভ্রষ্টব্য, ৬ সংখ্যক পত্রের পরিচয় ( পৃ. ২৩e ) । বিদ্যার্ণব । শিবধন বিদ্যার্ণব । আশ্রমবিদ্যালয়ের তৎকালীন শিক্ষক । দ্রষ্টব্য ৪ সংখ্যক পত্রের পরিচয় (পৃ. ২২৫-২৭ ) । পত্র ১০ । লরেন্সসাহেব । শিলাইদহে রবীন্দ্রনাথের গৃহবিদ্যালয়ের শিক্ষক । “আশ্রমের রূপ ও বিকাশ’ গ্রন্থে রবীন্দ্রনাথ তার সম্বন্ধে লিখেছেন, "এক পাগলা মেজাজের চালচুলোহীন ইংরেজ শিক্ষক হঠাৎ গেল জুটে । তার পড়বার কায়দা খুবই ভালো, আরো ভালো এই যে কাজে ফাকি দেওয়া তার ধাতে ছিল না । . ."> শিলাইদহের বসবাস উঠিয়ে রবীন্দ্রনাথ শাস্তিনিকেতন বিদ্যালয় স্থাপনার পূর্বেই লরেন্সকে বিদায় দিয়েছিলেন । কিন্তু লরেন্স যাতে অন্যত্র উপযুক্ত কর্মে নিযুক্ত হতে পারেন তার জন্ত তিনি বিশেষ সচেষ্ট ছিলেন । ত্রিপুরার রাজকর্মচারী কর্নেল মহিম ঠাকুরকে ১৮ ভাদ্র ১৩০৮ বঙ্গাব্দে লেখা এক চিঠিতে* রবীন্দ্রনাথ লিখছেন, “আমাদের শাস্তিনিকেতন বোর্ডিং বিদ্যালয়ে রথীকে পড়াইব, সেইজন্ত লরেন্সকে অত্যন্ত দুঃখের সহিত বিদায় দিতে হইতেছে । যদি তোমাদের আগরতলায় ঠাকুরদের স্কুলে তাহাকে ইংরাজি অধ্যাপক নিযুক্ত কর তবে তোমাদেরও উপকার, তাহারও উপকার । এরূপ স্বযোগ SDBBD DBB B BBHS BD DDDDD BBBB BBBB BBB BBBBS w lهد . ,1 نsvه د ] 's. Rharafs aft-n 发姆> ՖՎgծՆ