পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Exercise করাতে । অর্থাৎ কেবল হাত পা নেড়ে ৰে Exercise করতে হয়। কিন্তু তোমরা কেউ বোধহয় তার নিয়ম জান না । অতএব ইতিমধ্যে হ্ল বেলা ওকে দ্রুতপদে খুব খানিকট বেড়িয়ে নিয়ে আসা চাই— এটা যাতে হয় সে তোমাকে দেখতে হবে । ও সকালে বিকালে যে দুধ খায় তার পরিবর্তে ওর চা খাওয়ার বন্দোবস্ত করে দেবে । বিপিনের হাতের তৈরী কড়া চ যেন না হয় । আমি যা বলুম সেটা যাতে পালন হয় তা করতেই হবে । ওর পড়া এবং রান্না চলচে ত ? বেলাকে আমিষ রান্নার বই পাঠিয়েছ ত ? সানোদের জন্তে সুটকে মাছ র্কাকড়ি এবং পেয়াজ পাঠান হয়েছে— পেয়েছে কি না এবং পছন্দ হয়েছে কি না খবর দিয়ে । তোমাদের আম পাঠাতে হবে কি না অর্থাৎ বোলপুরে আম পাওয়া যাচ্চে কি না জানিয়ো । আমের ভারি দুর্গতি । কোনো আমই মুখে দেবার জো নেই । কাল রাত্রে এখানে বৃষ্টি হয়ে এখনো মেঘাচ্ছন্ন হয়ে আছে । তোমাদের আকাশের অবস্থা কি রকম ? ইংরেজী সোপানের দ্বিতীয় খণ্ড ত পেয়েছ ! অনেকগুলো ছাপার ভুল দেখলুম। এই খণ্ডটি একদিন অন্তর সত্যরঞ্জন নরেন খাদের ক্লাসে পড়ালে হয় । ইতি ১ •শে জ্যৈষ্ঠ ১৩১৩ সানোসানোর বাংলা চলচে ? কুসুমতো কি করচে ? তোমার S 8 o'