পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশের বাইরে আমার জন্তে স্বপ্রশস্ত ও স্থায়ী আসন আছে— যখন জীবলোক থেকে বিদায় নিয়ে যাব তখন আমার ভাগ্যবিধাতাকে অক্ষুন্ন প্রণাম নিবেদন করে যেতে পারব— তিনি আমাকে অনেক দিয়েচেন । কিন্তু সেইসঙ্গে এই মিনতি জানিয়ে যাব যে বাংলাদেশে আর নয় ।” পত্র ৮৮। "...আবার আমার এখানকার সমস্ত কৰ্ম্মভার নিজে তুলে নিয়েছি—।” এই সময় বিশ্বভারতীর পুনর্গঠন-উদ্দেশুে একটি কমিটি গঠিত হয়, কিন্তু যে সমস্ত সমস্তার সমাধানের জন্ত এই উদযোগ, তা সফল হয় নি । শেষে রবীন্দ্রনাথ বিদ্যালয় বিভাগের পরিচালনভার নিজে নেন ( সেপ্টেম্বর ১৯২৮ ) । এই সংকলনের ৯°-সংখ্যক চিঠিতে ও রবীন্দ্রনাথ বিদ্যালয়ের কর্মভার নেবার প্রসঙ্গ উল্লেখ করেছেন । বর্তমান প্রসঙ্গে শাস্তিনিকেতনের তৎকালীন আশ্রমসচিবের কাছে লেখা রবীন্দ্রনাথের সবিনয় নিবেদন শান্তিনিকেতন বিদ্যালয় সম্বন্ধে দায়িত্বভার সম্পূর্ণরূপে আমি গ্রহণ করিয়াছি । আমার অনুমতি ও সম্মতি ব্যতীত বিদ্যালয়ের কোনে। ব্যবস্থাই ঘটিতে পারিবে না ইহা জ্ঞাপন করিলাম । ইতি ২৫ নভেম্বর > pab- ঐরবীন্দ্রনাথ ঠাকুৰ কিন্তু এই ব্যবস্থা বেশিদিন স্থায়ী হয় নি। ১৯২১ খৃস্টাৰেং ফেব্রুয়ারি মাসে কানাডা যাত্রার প্রাকৃকালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন woe 3