পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃ. ১৬৩-৮• ) । বর্তমান পত্রের রচনাকাল এর থেকেই অন্ধমান করা হয়েছে । “কুবাৰু সম্বন্ধে কোনপ্রকার পূর্বসংস্কার তোমরা মনে রাখিয়ে না—” কুঞ্জলাল ঘোষের সঙ্গে বিদ্যালয়-পরিচালনা বিষয়ে তৎকালীন অধ্যক্ষসভার সদস্যদের ( মনোরঞ্চন বন্দ্যোপাধ্যায়, জগদানন্দ রায় ও স্ববোধচন্দ্র মজুমদার ) মতবিরোধ প্রসঙ্গ এই গ্রন্থের মনোরঞ্জনকে লেখা রবীন্দ্রনাথের ৬ সংখ্যক পত্রের গ্রন্থপরিচয়ে ( পৃ. ২৩°-৩৩ ) আলোচিত হয়েছে । “Religious Systems (sqt. Origin of Aryans qā Hoffa উল্লিখিত প্রথম গ্রন্থটি বিষয়ে সম্ভাব্য চারখানি গ্রন্থের নাম করা গেল । এগুলির মধ্যে যে-কোনো একখানি বই রবীন্দ্রনাথ পাঠিয়ে থাকতে পারেন । Sonnenschem-of-s, "Religious Systems of the World / A Contribution to the Study of Comparative Religion’ (1892), F.W. Hopkins, ‘The Religion of India' (1895), M. Monier Williams, ‘Religious Thought and Life in India' ( 4th edn, 1891 ), A. Barth, ‘The Religions in India' ( iზ89 ) won stuft I. ‘Taylor, offive ‘The Origin of the Aryans' ( 1889) ‘ঙ্গত শৰ সম্পূর্ণ করিয়া নিৰে। যত শৰ পাৰি আমি ছাপা ৰবোৰৰ "ו האולןז• ר נכ\