পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রের আষাঢ় ও শ্রাবণ ১৩৩৩ সংখ্যায় প্রকাশিত ‘আমার পরিচয়” প্রবন্ধটি রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগের পরিচয়রূপে মুদ্রিত হল। সংযোজন বর্তমান গ্রন্থের পরিশিষ্ট ১ অংশের বিবরণে ( পৃ. ১৮২ ), হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রনাথকে লিখিত কোনো পত্র পাওয়া যায় নি, এরূপ বলা হয়েছে । শান্তিনিকেতন রবীন্দ্রভবনে হরিচরণের রবীন্দ্রনাথকে লেখা একটি পত্র ( তারিখহীন ) পরে লক্ষগোচর হওয়ায় সেটি এখানে মুজিত হল । ઉં স্বখচৰ ১লা বৈশাখ শ্ৰীচরণেষু গুরুদেব, আজকার দিনে আমার অন্তরের প্রণাম গ্রহণ করুন এব" নববর্ষের স্নেহাশীষ প্রদান করুন । আশা করি, আপনার স্বাস্থ্য পূৰ্ব্বাপেক্ষ ভাল। আমার শরীর বর্তমানে বড়ই খারাপ । নিবেদন ইতি স্বখচর পো: প্রণত শ্ৰীহরিচরণ বন্দ্যোপাধ্যায় ২৪ পরগণা