পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপনাকে জ্ঞাপন করিয়া আমার পত্র আপনাকে দেখাইয়া আমাকে আপনার ইচ্ছা জ্ঞাপন করেন। অামি আপনার অনুমতিপত্রের আশায় রহিলাম। Xmas ছুটি 22nd আরম্ভ । এর মধ্যেই যেন অনুমতি পাই, ইতি ভবদীয় মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন S | * | 8 S পরম শ্রদ্ধাস্পদেষু সবিনয় নিবেদন আপনার ২০ । ৬। ৪১ তারিখের চিঠি পূজনীয় শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে পড়িয়া শোনানো হইয়াছে। আজ কয়েকদিন ধরিয়া তাহার স্বাস্থ্যের অবস্থা মোটেই ভালো যাইতেছে না, সে জন্য এখানে সকলেরই মনে কুশ্চিন্তার কারণ ঘটিয়াছে। স্বাস্থ্যের এরূপ অবস্থাতেও তিনি চিঠির বক্তব্য, এবং র্তাহার প্রতি আপনার শ্রদ্ধা নিবেদন এই দুয়ের জন্যই আপনাকে তাহার অান্তরিক ধন্যবাদ জানাইবার জন্ত আমাকে নির্দেশ দিলেন। র্তাহার ডান হাতের আঙ্গুলে বাতজনিত বেদন এবং দৃষ্টিশক্তির ক্ষীণতাহেতু স্বহস্তে কাহারে সহিত পত্র-ব্যবহার করা তাহার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হইয়াছে । এই কারণেই আপনার চিঠির জবাব স্বহস্তে দিতে পারিলেন ১৮৮