পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানি । স্বরেন তাহার সেক্রেটারি ।” পাটনার অধ্যাপক অম্বিকাচরণ উকিলের অনুপ্রেরণায় সমবায়নীতিতে উদবুদ্ধ হয়ে স্বরেন্দ্রনাথ ঠাকুর ও ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৯•• খৃস্টাব্দে কলকাতায় ১৪ নম্বর হেয়ার স্ট্রীটে রেজিস্টার্ড অফিস করে হিন্দুস্থান কো-অপারেটিভ, ইনম্বরেন্স সোসাইটি নামে জীবনবীমা প্রতিষ্ঠান স্থাপন করেন । সুরেন্দ্রনাথ এই বীমা-প্রতিষ্ঠানের সম্পাদক s &#x offl-foto (Chief Executive Officer ), ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী অর্থসচিব (Treasurer), এবং অম্বিকাচরণ উকিল সংগঠক C Organizer ) মনোনীত হন । এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দ্রষ্টব্য, স্বরেন্দ্রনাথ ঠাকুর জন্মশতবার্ষিক সমিতি-প্রকাশিত, শ্ৰীগৌতম চট্টোপাধ্যায় ও ক্রমুভাষ চৌধুরী সম্পাদিত ‘স্বরেন্দ্রনাথ ঠাকুর শতবার্ষিক সংকলনগ্রন্থে' ( প্রকাশ, শ্রাবণ ১৩৭৯ ) ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী -লিখিত ‘স্বরেন্দ্রনাথ-স্বতি প্রবন্ধ ( श्रृं. २२4->२२ ) । Ç পত্র ৬৫ । * অব্যবস্থিতচিত্তস্ত প্রসাদোহপি ভয়ঙ্কর;" ঘটকপর-রচিত 'নীতিসার’ কাব্যগ্রন্থভুক্ত শ্লোকের অংশ । রবীন্দ্রনাথ তার প্রথম বিলাতযাত্রার আগে আমেদাবাদে থাকাকালীন (১৮৭৮ খৃস্টাব্দ) "ডাক্তর যোহন হেবরলিন -কর্তৃক সমাহৃত কাব্যগ্রন্থের সঙ্গে পরিচিত হন । অধিকাংশ সংস্কৃত কাব্যের সঙ্গে তার পরিচয়ের মূলে পূর্ব-উল্লিখিত গ্রন্থ । সত্যেন্দ্রনাথ ঠাকুর -সংকলিত ‘নবরত্নমালা' ( প্রকাশ ১৯৭৭ ) গ্রন্থেও এই শ্লোক বঙ্গানুবাদসহ প্রকাশিত । পত্র ৬৭ । “আমি এখন শিলাইদহে ছুটিটা রখীর জাতিথ্যে যাপন ३४**