পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথ তার চিঠিতে অপমান পদ্ধ করার ষে উল্লেখ করেছেন, তা স্পষ্টত র্তার সাহিত্য, সমাজচিন্তা, ধর্মবোধ ইত্যাদি বিষয়ে অভিযোগ তুলে চন্দ্রনাথ বস্থ, সুরেশচন্দ্র সমাজপতি, দ্বিজেন্দ্রলাল রায়, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাশ প্রমূখ তৎকালীন বিশিষ্ট স্বদেশবাসীদের স্বদীর্ঘকালের বিরোধিতার দিকে লক্ষ করে লেখা । মনোরঞ্জন তার চিঠিতে রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি. লিট. উপাধিদীন প্রসঙ্গে যে অভিযোগ করেছেন, তা আংশিক সত্য । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিদান, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার সংবাদের পরে ( ২৬ ডিসেম্বর ১৯১৩ ) অনুষ্ঠিত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনেটের অধিবেশনে ডি. লিট. উপাধিদানের প্রস্তাব গৃহীত হয় এই ঘটনার পূর্বেই । অবগু, ইংল্যাণ্ডে ইংরেজি গীতাঞ্জলি প্রকাশিত হবার পর পাশ্চাত্যদেশে রবীন্দ্রনাথের কবিখ্যাতির সংবাদ নানাভাবে এ-দেশে কিছু কিছু প্রচারিত হয়েছিল । পত্র ৭১ ৷ "সত্য বলিয়াছিলাম বলিয়া দেশের অনেক লোক রাগ করিয়া আমাকে গালি দিতেছেন ।" রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদে কলকাতা থেকে স্পেগুলি ট্রেনযোগে অনেকে তাকে সংবর্ধনা জানানোর জন্ত শাস্তিনিকেতনে এসেছিলেন, এদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন । আম্রকুঞ্জে তমুষ্ঠিত ( ৭ অগ্রহায়ণ ১৩২ - ) এই সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ তার প্রতিভাৰণে দেশবাসী অনেক বিশিষ্ট ব্যক্তির পূর্ব-বিরোধিতার কথা স্মরণ করে কিছু রূঢ় মন্তব্য করেন, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেকেই সেই সভায় উপস্থিত ছিলেন । २. 'नर्छौवनौ* *प्त्वब्र २४ नाङचद्र s**७ ( s२ बऽयंशंञ्चन २०२० ) नरथrांच्च ब्रोक्षमारथच्न धरै cयोथिक खायण िअवकाचिङ इब्र । ब्रीटद्रकृछि मरथा Caloussa ३>>