পাতা:বাংলা শব্দতত্ত্ব - রবীন্দ্রনাথ ঠাকুর -দ্বিতীয় সংস্করণ.pdf/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিচ ও নীচ ( পত্রাংশ ) নীচ শব্দ সংস্কৃত, তাহার অর্থ nean । বাংলায় যে “নিচে” কথা আছে তাহা ক্রিয়ার বিশেষণ । সংস্কৃত ভাষায় নীচ শব্দের ক্রিয়ার বিশেষণরূপ নাই । সংস্কৃতে নিম্নত বুঝাইবার জন্য নীচ কথার প্রয়োগ আছে কিনা জানি না । হয়তো উচ্চ নীচ যুগ্ম শব্দে এরূপ অর্থ চলিতে পারে—কিন্তু সে স্থলেও যথার্থত নীচ শব্দের তাৎপৰ্য্য moral, তাহা physical নহে। অন্তত আমার সেই ধারণ । সংস্কৃতে নীচ ও নিম্ন দুষ্ট ভিন্ন বর্গের শব্দ—উহাদিগকে একার্থক করা যায় না। এই জন্য বাংলায় নীচে বানান করিলে below Ri Riềni to the mean HRT:Rfề HwTE ER I আমি সেইজন্য “নিচে” শব্দটিকে সম্পূর্ণ প্রাকৃত বাংলা বলিয়াই স্বীকার করিয়া থাকি। প্রাচীন প্রাকৃতে বানানে যে রীতি আছে আমার মতে ভাহাই শুদ্ধ রীতি ; ছদ্মবেশে মৰ্য্যাদা ভিক্ষ অশ্রদ্ধেয় । প্রাচীন বাংলায় পণ্ডিতেরাও সেই নীতি রক্ষা করিতেন, নব্য পণ্ডিতদের হাতে বাংল| আত্মবিস্মৃত হইয়াছে । ৯ অক্টোবর, ১৯৩৪ S ૨