পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ববোধচন্দ্র মজুমদার (? ১৮৭৮ - ৬ জানুয়ারি ১৯৩• ) । বর্তমান গ্রন্থের অন্তত্র তার বিস্তারিত পরিচয় দেওয়া হয়েছে । পত্র ৩ । তারিখহীন । পত্রে ‘পয়লা অগস্ট উল্লেখ আছে এবং পত্রশেষে রবিবার থেকে নির্ধারণ করা হয়েছে ১ অগস্টের পূর্বের রবিবার, ২৭ জুলাই ১৯৭২, এই পত্র রচনার কাল । রেবার্টাদ। সিন্ধুদেশবাসী রেবার্টাদ, (?– ৮জানুয়ারি ১৯৪৫ ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের খৃস্টধর্মাবলম্বী শিষ্য। পরে খৃস্টান সন্ন্যালীরূপে তিনি ‘অণিমানন্দ’ নাম নিয়েছিলেন । কলকাতার সিমলাবাজার স্ট্রীটে তার সহযোগিতায় ব্রহ্মবান্ধব ১৯০১ খৃস্টাব্দে প্রাচীন ভারতীয় আদর্শে কয়েকজন ছাত্র নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শাস্তিনিকেতনে রবীন্দ্রনাথ যখন ব্রহ্মবান্ধবের সহযোগিতায় ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় স্থাপন করেন তখন রেবাটাদও এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন । শাস্তিনিকেতনে স্থায়ীভাবে থেকে এই বিদ্যালয়ের শিক্ষকতা ও পরিচালনার ব্যবস্থা করা ব্ৰহ্মবান্ধবের পক্ষে সম্ভব হয় নি, রেবার্চাদই কার্যত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন । ব্ৰহ্মবান্ধব এবং রেবার্চাদ রবীন্দ্রনাথের বিদ্যালয়ের সঙ্গে অল্পকালই যুক্ত ছিলেন । নানাকারণে অল্প কয়েকমাসের মধ্যে র্তারা এই বিদ্যালয়ের সঙ্গে যোগ ছিন্ন করেন। পরবর্তীকালে রেবাচাঁদ কলকাতায় "Boys own Home' নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন । রবীন্দ্রনাথ তার 'আশ্রমবিদ্যালয়ের সূচনা' প্রবন্ধে ( প্রকাশ : প্রবাসী, আশ্বিন ১৩৪•, পরবর্তীকালে 'আশ্রমের রূপ ও বিকাশ’ গ্রন্থভুক্ত ) বিদ্যালয়ের সূচনাপর্বে ব্রহ্মবান্ধৰ ও রেবার্চাদের সহায়তার বিবরণ দিয়েছেন। ঐহরিদাস মুখোপাধ্যায় ও ঐউমা মুখোপাধ্যায় -লিখিত উপাধ্যায় ব্ৰহ্মবান্ধব ও ভারতীয় জাতীয়তাবাদ’ ( ১৯৬১) গ্রন্থের ‘বোলপুর, २२ ४