পাতা:পথ ও পথের প্রান্তে - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 i | পথে ও পথের প্রাস্তে । w१ এই মধ্যাহ্নের উপর বিশ্বভারতীর কোনো দাবি নেই—এ গৌড়সারঙের আলাপ, যখন সমাপ্ত হয়ে যাবে তখন হিসাবের খাতায় কোনো অঙ্ক রেখে যাবে না । দূর হোক গে, তবু বিশ্বভারতী আছে, কাজের কথাকে উড়িয়ে দেওয়া চলে না । অতএব একটা কথা বিশেষ ক’রে প্রশাস্তকে বোলো শনিবারে যখন আসবে আমার সব গদ্যলেখার ঝুড়িটা যেন নিয়ে আসে। আমার সমস্ত লেখা সম্বন্ধে শেষ কতব্য সেরে দিয়ে যাবার অপরাহুকাল এসেছে—বিলম্ব করলে আর আলো দেখতে পাওয়া যাবে না। ইতি ৩২ আষাঢ়, ১৩৩৬ । তোমার ছশো টাকার ছবিতে আমার বিনামূল্যের কবিতা লিখে দেব ।