পাতা:পথ ও পথের প্রান্তে - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথে ও পথের প্রান্তে s२१ এর ভয়ংকর এক-রোখা । দারিদ্র্যের ঠেলা খেয়েই এদের শক্তি আরো যেন হুদ’ম হয়ে উঠেছে। বিশ্বজাতীয়তার উদ্যম সজীভূত হয়ে উঠেছে জেনিভায় । লীগ অফ নেশনে ঠিক স্বর বাজেনি—হয়তো বাজবেও না— কিন্তু আপন। আপনিই ওই শহর সমস্ত জগতের মহানগরী হয়ে উঠছে। যাদের প্রকৃতি বিশ্বপ্রাণ তারা আপনা আপনি ঐখানে এসে মিলবে। ঐ ক্ষেত্রে বর্তমান যুগের একটা মহাকল্যাণ শক্তির উদ্বোধন ঘটছে ব’লে আমার বিশ্বাস। ইতি ১৮ আগস্ট, ১৯৩০ |