পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রায়শ্চিত্ত 3& छूउँौद्रां । গান নয়ন মেলে দেখি জামায় ধাধন বেঁধেছে! গোপনে কে এমন করে ফাঁদ ফেলেছে। বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেলে, বাবার বেলায় বঁধু জামায় কাদিয়ে কেমেছে। প্রথমা। তোর সকল সময়েই গান। ভালো লাগছে না। কী হল বঝতে পারছি নে।