পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や প্রায়শ্চিত্ত পাঠান। বাহবা । খালী ! উদয়াদিত্যের প্রবেশ উদয়াদিত্য। আঃ, বাঁচলুম ! দাদামশায়, পথের ধারে এত রাত্রে কাকে বাজনা শোনাচ্ছ ? বসন্ত রায় । খবর কী দাদা ? সব ভালো তো ? দিদি ভালো আছে ? উদয়াদিত্য । সমস্তই মঙ্গল । বসন্ত রায় । ( সেতার লইয়া গান ) ইমন । কঁপিতাল বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ ? সকলি যে স্বপ্ন বলে হতেছে বিশ্বাস । তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা, এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস । উদয়াদিত্য । দাদামশায়, এ লোকটি কোথা থেকে জুটল ? বসন্ত রায় । খাসাহেব বড়ো ভালো লোক। সমজদার ব্যক্তি ; আজ রাত্রে একে নিয়ে বড়ো আনন্দেই কাটানো গেছে । উদয়াদিত্য। তোমার সঙ্গের লোকজন কোথায় ? চটিতে না গিয়ে এই পথের ধারে রাত কাটাচ্ছ যে ? বসন্ত রায় । ভালো কথা মনে করিয়ে দিলে । খাসাহেব, তোমাদের জন্তে আমার ভাবনা হচ্ছে । এখনো তো কেউ ফিরল না। সেই ডাকাতের জল কি তবে— পাঠান। হজুর, অভয় দেন তো সত্যকথা বলি। আমরা রাজা প্রতাপাদিত্যের প্রজ, যুবরাজবাহাদুর আমাদের বেশ চেনেন। মহারাজ অামাকে আর আমার ভাই রহিমকে আদেশ করেন যে, আপনি যখন