পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 وة ؟ নটনটীগণ প্রথম । কই, এখনো তো ফিরলেন না ! দ্বিতীয়া । আর তো ভাই, পারি নে। ঘুম পেয়ে আসছে। তৃতীয়া। ফের কি সভা জমবে নাকি ? প্রথমা । কেউ যে জেগে অাছে তা তো বোধ হচ্ছে না। এত বড়ো রাজবাড়ি সমস্ত যেন হা-ই করছে। দ্বিতীয়া । চাকররাও সব হঠাৎ কে কোথায় যেন চলে গেল ! তৃতীয়া । বাতিগুলো সব নিবে আসছে, কেউ জালিয়ে দেবে मां ? প্রথমা। আমার কেমন ভয় করছে ভাই ! দ্বিতীয়া । ( বাদকদিগকে দেখাইয়া দিয়া) ওরাও ষে সব ঘুমোতে লাগল— কী মুশকিলেই পড়া গেল ! ওদের তুলে স্কে-না। কেমন গা ছম্ ছম করছে। তৃতীয়া। মিছে না ভাই ! একটা গান ধর। ওগো, তোমরা ওঠে। ওঠে । বাদকগণ । ( ধড়ফড় করিয়া উঠিয়া ) জ্যা অ্যা! এসেছেন নাকি ? 圆 প্রথমা। তোমরা একবার বেরিয়ে গিয়ে দেখো-না গো ! কেউ কোথাও নেই। আমাদের আজকে বিদায় দেবে না— ন কী ? একজন বাদক । ( বাহিরে গিয়া ফিরিয়া আসিয়া ) ও দিকে যে সব বন্ধ প্রথমা। স্যা ! বন্ধ ! আমাদের কি কয়েদ করলে নাকি ? দ্বিতীয়া। দূর | কয়েদ করতে বাবে কেন ? '