পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ প্রায়শ্চিত্ত আসেন, এমন মা কি আমার ? রামচন্দ্র । বটে। আসতে চাইলেন না বটে। আমার লোক গিয়ে ফিরে এল! রামমোহন । রাগ করেন কেন মহারাজ ! রাগ যদি করতে হয় তা হলে স্বারা আপনার বুদ্ধি নষ্ট করেছে তাদের উপর রাগ করুন। রামচন্দ্র। তার মানে কী হল ? রামমোহন। যুবরাজ যে আজ বন্দী তার গোড়াকার কথাটা কি এরই মধ্যে ভুললেন ? এ-সমস্ত তো আমাদেরই জন্তে ! এমন স্থলে আমাদের মহারানী-মাকেও তো জোর করে বলতে পারলুম না, যে, আমাদের কর্মের ফল তোমার ভাইয়ের উপরে চাপিয়ে তুমি চলে এসো। রামচন্দ্র। বেরো বেটা, বেরে তুই ! এখনই আমার স্বমুখ হতে দূর হয়ে যা ! রামমোহন । যাচ্ছি মহারাজ, কিন্তু এ কথা বলে যাব ষে, সতীলক্ষ্মী যদি এবার তার ভাইকে ছেড়ে চলে আসতেন তা হলে তার স্বামীর পাপ বুদ্ধি হত— সেই ভয়েই তিনি হৃদয় পাষাণ করে রইলেন, আসতে পারলেন न1 ।। [ ७थंहांन মন্ত্রী। মহারাজ, আর-একটি বিবাহ করুন। দেওয়ান। মন্ত্ৰী ঠিক কথাই বলেছেন। তা হলে প্রতাপাদিত্য এবং র্তার কন্যাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। রমাই। এ শুভকার্ষে আপনার বর্তমান শ্বশুরমশাইকে একখানা নিমন্ত্রণপত্ৰ পাঠাতে ভুলবেন না, নইলে কী জানি তিনি মনে দুঃখ করতে পারেন । সকলে । হিঃ হিঃ হিঃ হিঃ ! হাঃ হাঃ ! হে: হোঃ হোঃ ! রমাই। বরণ করবার জন্ত এয়োস্ত্রীদের মধ্যে যশোরে আপনার শাশুড়িঠাকরুনকে ডেকে পাঠাবেন, আর মিষ্টান্নমিতরে জনা:–