পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রায়শ্চিত্ত ( *) ধনঞ্জয় । না মহারাজ, দেব না। প্রতাপাদিত্য। দেবে না ! এত বড়ো আম্পর্ধা ! ধনঞ্জয় । যা তোমার নয় তা তোমাকে দিতে পারব না । প্রতাপাদিত্য । আমার নয়! ধনঞ্জয় । আমাদের ক্ষুধার অন্ন তোমার নয়। যিনি আমাদের প্রাণ দিয়েছেন এ অন্ন যে র্তার, এ আমি তোমাকে দিই কী বলে ! প্রতাপাদিত্য । তুমিই প্রজাদের বারণ করেছ খাজনা দিতে ? ধনঞ্জয় । ই মহারাজ, আমিই তো বারণ করেছি। ওরা মূখ, ওরা তো বোঝে না— পেয়াদার ভয়ে সমস্তই দিয়ে ফেলতে চায়। আমিই বলি, আরে আরে, এমন কাজ করতে নেই– প্রাণ দিবি তাকে প্রাণ দিয়েছেন যিনি— তোদের রাজাকে প্রাণহত্যার অপরাধী করিস নে । প্রতাপাদিত্য । দেখো ধনঞ্জয়, তোমার কপালে দুঃখ আছে । ধনঞ্জয়। যে দুঃখ কপালে ছিল তাকে আমার বুকের উপর বসিয়েছি মহারাজ, সেই দুঃখই তো আমাকে ভুলে থাকতে দেয় না। যেখানে ব্যথা সেইখানেই হাত পড়ে, ব্যথা আমার বেঁচে থাকৃ। প্রতাপাদিত্য। দেখো বৈরাগী, তোমার চাল নেই, চুলো নেই, কিন্তু এর সব গৃহস্থ মানুষ, এদের কেন বিপদে ফেলতে চাচ্ছ ? ( প্রজাদের প্রতি) দেখ, বেটার, আমি বলছি তোরা সব মাধবপুরে ফিরে যা – বৈরাগী, তুমি এইখানেই রইলে । প্রজাগণ । আমাদের প্রাণ থাকতে সে তো হবে না । ধনঞ্জয়। কেন হবে না রে ? তোদের বুদ্ধি এখনো হল না । রাজা বললে বৈরাগী তুমি রইলোঁ, তোরা বললি না, তা হবে না – আর বৈরাগী লক্ষ্মীছাড়াটা কি ভেসে এসেছে ? তার থাকা না-থাকা কেবল রাজা আর তোরা ঠিক করে দিবি ?