পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগীরথীতীর থেকে আমি তোমাদের আশীৰ্ব্বাদ পাঠাই । ইতি ১৩ কাৰ্ত্তিক ১৩৩৯ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ১৯ জুলাই ১৯৩৩ কল্যাণীয়েযু Vilberforce এর শতবার্ষিকী উপলক্ষ্যে একটা মেসেজ তোমার জুলুম অনুসারে রচনা করেচি। সেটা এতক্ষণে তোমার মার্কিন বন্ধু মারফৎ তোমার হস্তগত হয়ে থাকব [থাকবে)। টাইপ করা কপিতে পরিদর্শককৃত একটা প্রমাদ প্রবেশ করেচে সংশোধন করে নিয়ো । এক জায়গায় অাছে The evil cause has not died ?estfä–cause Si evil zo witz; ai trad cause Gi suppression of slavery 1 a স্থলে শুধু “evil” যদি রাখে। তাহলে নালিশের কারণ থাকেন । আমার যথার্থ নালিশ তোমার উপদ্রব নিয়ে । জনসাধারণকে নোটিস দিয়েছি যে বাংলা দেশের ভদ্র প্রথামতো আমার বহু দিন পূৰ্ব্বে মরা উচিত ছিল কিন্তু মরি নি—- সেই পরিতাপ মনে রেখে এখন থেকে মৃতবং ব্যবহার করব— চিঠির জবাব দেব না, সভাপতি হব না, বইয়ের foreword লিখব না, মেসেজ পাঠাব না— কলমটাকে ডাইভোস করে দেব। কিন্তু তুমি কেন আমার এই জীবস্মৃত্যুব্রত ভাঙবার জন্যে উঠে পড়ে כי צל\